শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার বরুড়ায় প্রাইভেট কোচিং বন্ধের নির্দেশনা মানছে না শিক্ষকরা

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২১, ২০২০
news-image

 

এমডি. আজিজুর রহমান, বরুড়াঃ

কুমিল্লার বরুড়ায় প্রাইভেট কোচিং বন্ধের নির্দেশনা মানছে না বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকরা। গত ১৬ মার্চ শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনায় করোনা ভাইরাস প্রতিরোধে সারাদেশের ন্যায় বরুড়ার সকল শিক্ষা প্রতিষ্ঠান, কোচিং, প্রাইভেট, ওয়াজ মাহফিল ও সমাবেশসহ সকল ধরনের কর্মসূচী বন্ধ ঘোষণা করা হয়।

বুধবার কুমিল্লা জেলা প্রসাশকের সাথে বরুড়ার ইউএনও সহ সরকরি দপ্তরের কর্মকর্তাদের ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। এ সময় পুনরায় বাসা বাড়িতে প্রাইভেট কোচিং বন্ধের বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়। কিন্তু সেই নির্দেশনা কেউ কেউ মানছে না।

জানা গেছে, বরুড়া উপজেলার খোসবাশ (দঃ) ইউনিয়নের মহেশপুর আজিজিয়া উচ্চ বিদ্যালয়ের ক্লাস বন্ধ হলেও বন্ধ হয়নি প্রাইভেট কোচিং। আজিজিয়া উচ্চ বিদ্যালয়ের একাধিক শিক্ষক বাড়িতে ও নিজস্ব হোস্টেলে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীদের প্রাইভেট পড়িয়েছেন।

এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা বাড়িতে প্রাইভেট পড়ানো অব্যাহত রেখেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তারা এ বিষয়টি গুরুত্বসহকারে দেখছে না। এতে করে গ্রাম পর্যায়ে করোনার ঝুকি ক্রমোশ বেড়েই চলেছে।

এ বিষয়ে বরুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জানান, এ বিষয়ে আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের কঠোর নিদের্শনা দিয়েছি। বিদ্যালয় কিংবা বাড়িতে কোন প্রাইভেট পড়াতে পারবে না। কেউ এর ব্যত্যয় ঘটালে আমাদেরকে জানাবেন। আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করবো।

আর পড়তে পারেন