শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার বরুড়া পৌরসভার ৩১ কোটি টাকার বাজেট ঘোষণা

আজকের কুমিল্লা ডট কম :
জুন ৩০, ২০২১
news-image

 

এমডি. আজিজুর রহমান, বরুড়া:

কুমিল্লার বরুড়া পৌরসভার ২০২০-২১ অর্থ বছরের সংশোধিত বাজেট ২০ কোটি ২৭ লক্ষ ৯১ হাজার ৫০০ টাকা ও ২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ৩১ কোটি ৩০ লক্ষ ৪৬ হাজার ৯২০ টাকা ঘোষণা করা হয়েছে।

বুধবার (৩০ জুন) বেলা ১১টার দিকে বরুড়া পৌরসভা কার্যকালয়ে মেয়র মো. বকতার হোসেনের সভাপতিত্বে এ বাজেট ঘোষণা করা হয়।

অনুষ্ঠান শুরুর পূর্বে কোরআন তেলাওয়াত মাওলানা আমান উল্লাহ। উপস্থাপনা করেন পৌরসভার সচিব আমজাদ হোসেন খান। অনুষ্ঠানে বাজেট ঘোষণা করেন বরুড়া পৌরসভার হিসাব রক্ষক মিজানুর রহমান।

এ সময় বক্তব্য রাখেন বরুড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন লিংকন, কাউন্সিলর আবুল কাসেম, শাহিন, মিজানুর রহমান, বিল্লাল হোসেন, মাহফুজুর রহমান, জামাল হোসেন, বিল্লাল হোসেন।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মিহির, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সলিল রঞ্জন বিস্বাস, সাধারণ সম্পাদক ইকরামুল হক, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর মিনরা বেগম, ব্যবসায়ী আবদুল মমিন সওদাগর, আবুল কালাম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরুড়া বাজারের ব্যসায়ীবৃন্দ, পৌরসভার গন্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, প্রস্তাবিত বাজেটে সাধারণ তহবিল,পানি সরবরাহ সংস্থা, অগ্রীম জামানত, সরকারি অনুদান, প্রারম্ভিক জের খাতে প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়।

আর পড়তে পারেন