শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার বুড়িচংয়ে তাঁতী দলের প্রতিনিধি সভা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ৫, ২০২০
news-image

 

বুড়িচং প্রতিনিধিঃ

কুমিল্লার বুড়িচং উপজেলায় জাতীয়তাবাদী তাঁতী দলের উদ্যোগে বুধবার সন্ধ্যায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে তাঁতী দলের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা (দ.) জেলা বিএনপি সহ- সাংগঠনিক সম্পাদক, ব্রাহ্মনপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি হাজী জসিম উদ্দীন জসিম।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বুড়িচং উপজেলা বিএনপি’র সভাপতি হাজী মোঃ মিজানুর রহমান।

সভাপতিত্ব করেন কুমিল্লা (দ.) জেলা তাঁতী দলের যুগ্ম-আহবায়ক মোঃ গোলাম মোস্তফা বাহার অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন বুড়িচং উপজেলা যুবদলের সহ-সভাপতি মোঃ মনির হোসেন ভূঁইয়া, কুমিল্লা (দ.) জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন দোলন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বুড়িচং উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, কুমিল্লা (দ.) জেলা তাঁতী দলের আহŸায়ক জি.এস কামাল হোসেন, যুগ্ম- আহবায়ক মোঃ ফরিদ আলী, কুমিল্লা (দ.) জেলা তাঁতী দলের সদস্য সচিব মাহমুদুল হক পিটার, বুড়িচং উপজেলার বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ূন কবির বাবুল, উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম-সম্পাদক মোঃ আবু ই্উসূফ তুহিন, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ডা. নজরুল ইসলাম শাহিন, উপজেলা বিএনপি’র যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ মোঃ সালা উদ্দিন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ বেলায়েত খান ও কসবা উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-সম্পাদক পেয়ারুল ইসলাম (সাংবাদিক)।

বক্তারা বলেন, শহীদ জিয়ার আদর্শের রাজনৈতিক দল বিএনপি। এ দলে বিগত সময়ে বুড়িচং-ব্রাহ্মনপাড়ায় কিছু নেতা-কর্মী নিজেদের ইচ্ছামত পকেট কমিটি দিয়ে দলকে কুলষিত করেছিল। দলের মধ্যে এ নিয়ে দ্বিধা-দ্ব›দ্ধ এবং চরম উত্তেজনার এবং বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল। দলকে একত্রিত করে এবং সুশৃঙ্খলে পরিণত করতে দুই উপজেলার মেরুদন্ড ও মেরুকন খ্যাত বিএনপি’র সভাপতি হাজী জসিম- হাজী মিজানের নেতৃত্বে দলকে এগিয়ে নেওয়ার কাজ চলছে।

বক্তারা আরো বলেন, পকেট কমিটি গঠনের আর কোন সুযোগ নাই। যারা নেতা-কর্মীদের খোঁজ-খবর রাখে না তারা র্দু-দিনে দলের কার্যক্রম থেকে দূরে থেকে ফায়দা লুটছেন।

বুড়িচং উপজেলা বিএনপি’র সভাপতি হাজী মিজানুর রহমান বলেন, আমাদের দলের মধ্যে মান-অভিমান থাকবে, প্রতিযোগীতা থাকবে কিন্তু কোন প্রতি হিংসা থাকবে না। এ নীতিকে আমাদের সকল নেতা-কর্মীরা মেনে চললে এবং মনে রাখলে আমাদের দলীয় কোন কর্মকান্ডে সংঘাতের সৃষ্টি হবে না। আমরা কোন পকেট কমিটি গঠন করে দলীয় ভাব-মূর্তি ক্ষুণ্ম করার পক্ষে না। দলের সুশৃঙ্খলতা ফিরিয়ে আনতে আমরা যা যা করার প্রয়োজন আমরা দলীয় স্বার্থে তা করবো। কোন মতেই আমাদের নেতা তারেক জিয়ার বিরুদ্ধে আমরা যাবো না। তারেক জিয়ার নেতৃত্বে এবং তার পরামর্শক্রমে দিক নির্দেশনায় মেনে কাজ করব।

আরো উপস্থিত ছিলেন, বুড়িচং উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রায়হান আহমেদ, অ্যাড. ফারুক আহমেদ, মৎস্যজীবী দলের আহবায়ক ফরিদ মেম্বার, কুমিল্লা (দ.) জেলা তাঁতী দলের যুগ্ম-আহবায়ক যথাক্রমে ওয়াবদুল্লাহ্ মজুমদার পিন্টু, ওয়াস কুরুনী, গোলাম রহমান শাহাজাদা, তাজুল ইসলাম, সফিকুল ইসলাম, কুমিল্লা (দ.) জেলা যুবদল নেতা মোঃ আবু ই্উসুফ, বুড়িচং উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি জামাল হোসেন চৌধুরী, কুমিল্লা (দ.) জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক নাজির মাহমুদ নছির, কুমিল্লা সদর দক্ষিনের আহবায়ক আদম শফিউল্লাহ, সদস্য সফিকুর রহমান, বিবেকের সদস্য হাসান মাষ্টার, যুবদলের ইঞ্জিনিয়ার আব্দুল জলিল, সাইফুল ইসলাম টিপু, স্বেচ্ছাসেবক দল নেতা মিজানুর রহমান, রিপন মাষ্টার, সাদ্দাম হোসেন, উপজেলা ছাত্রদল নেতা কবির হোসেন (কালা), ষোলনল ইউনিয়ন ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রহমত আলী। এ সময় বুড়িচং উপজেলার বিএনপি-যুবদল-ছাত্রদল অঙ্গ সংগঠন এবং কুমিল্লা বিভিন্ন উপজেলার তাঁতীদল-মৎস্যজীবী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রতিনিধি সভায় কুমিল্লা (দ.) জেলা তাঁতী দলের সদস্য সচিব মাহমুদুল হক পিটার বুড়িচং উপজেলা তাঁতী দলের নব-কমিটির একুশ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি ঘোষণা করেন।

এতে আহবায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ গোলাম মোস্তফা বাহার, সদস্য সচিব আব্দুল খালেক মাষ্টার, যুগ্ম-আহবায়ক মোঃ জামশেদ আলম, যুগ্ম-আহবায়ক যথাক্রমে- মোঃ জাকির হোসেন, মোঃ বাবু, মোঃ রহমত আলী, মোঃ জামাল হোসেন, মোঃ কবির হোসেন, আবুল কালাম আজাদ খান, মোঃ টুটুল, মোঃ শাহ্-আলম, মোঃ ইউনুস, মোঃ কবির হোসেন, মোঃ শদিকুল ইসলাম, মোঃ কাজী ইউনুস, আবুল হাসনাত রনি, মোঃ তফাজ্জুল ইসলাম, মোঃ নজরুল ইসলাম ও আবুল হাসেম প্রমুখ।

আর পড়তে পারেন