রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার মুরাদনগরে আসামি ধরতে গিয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৩, ২০২৩
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার মুরাদনগরে আসামি ধরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় সাজ্জাদুল মান্নান (৪১) নামের এক পুলিশ সদস্য নিহত। বুধবার (২ আগস্ট) বিকেলে উপজেলার বিচাপিতলা-বিষ্ণুপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

সাজ্জাদুল মান্নান মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ছিলেন। তিনি লক্ষ্মীপুরে রামগঞ্জ উপজেলার নান্দিয়ারা গ্রামে বাসিন্দা।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান বলেন, ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ধরতে বিকেলে বের হন সাজ্জাদুল মান্নান। বিচাপিতলা-বিষ্ণুপুর সড়কে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানের দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তিনি মারা যান।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনার পর অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় অটোচালকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

আর পড়তে পারেন