মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার মেঘনায় বহিরাগতদের হামলায় নিহত যুবক, গুলিবিদ্ধসহ আহত ৪

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১১, ২০২১
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার মেঘনায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রে বহিরাগতদের হামলায় শাওন আহমেদ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধসহ আহত হয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার মানিকারচর ইউনিয়নের আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

নিহত শাওন আহমেদ উপজেলার বল্লবের কান্দি গ্রামের মোবারক হোসেনের ছেলে এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হারুনুর রশিদের (আনারস) সমর্থক।

গুলিবিদ্ধরা হলেন- নাজমুল ও জশ মিয়া। তবে বাকি আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সোয়া ১২টার দিকে একদল বহিরাগত হঠাৎ করে ভোটকেন্দ্রে প্রবেশের চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের বাধা দিলে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় মানিকারচর জামে মসজিদের ইমাম মাওলানা নাজমুল হাসান মসজিদের মাইকে বহিরাগতদের ভোটকেন্দ্রে প্রবেশের কথা জানান। এমন খবরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুরু হয় সংঘর্ষ। এতে তিনজন গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হন।

গুলিবিদ্ধ তিনজনকে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সালাউদ্দিন মোল্লা জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হচ্ছিল। হঠাৎ করেই একদল বহিরাগত এসে কেন্দ্রে হামলা চালায়। এ সময় কেন্দ্রের বিভিন্ন কক্ষের কাচের গ্লাস ভাঙচুর করেন তারা। প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর আবারো ভোটগ্রহণ শুরু হয়।

খবর পেয়ে কুমিল্লা জেলা পুলিশ সুপার (এসপি) ফারুক আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করলেও এ বিষয়ে সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করেননি।

এদিকে, এসব বিষয়ে জানতে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

আর পড়তে পারেন