শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার সরকারি শিশু পরিবারের সদস্যদের জন্য ঈদে নতুন পোশাক

আজকের কুমিল্লা ডট কম :
মে ৪, ২০২১
news-image

স্টাফ  রিপোর্টার:

কুমিল্লা নগরীর সংরাইশ সরকারি শিশু পরিবারের (বালিকা) ৯০ জন সদস্যের জন্য ঈদের নতুন পোশাক কেনাকাটার আনন্দ দানের ব্যতিক্রমি আয়োজন করেছে কুমিল্লার  মেগা ফ্যাশন হাউস এন্ড স্টুডিও ও মানবতার কল্যাণে মানুষের পাশে থাকার সংগঠন কাকলী ফাউন্ডেশন।

সোমবার সকালে নগরীর একটি শপিং মলে শিশু পরিবারের ২৫ জন শিশুকে তাদের পছন্দের পোশাক কেনার ব্যবস্থা করেন। পর্যায়ক্রমে বাকী সদস্যদের তাদের পছন্দের পোশাক কেনার ব্যবস্থা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান খান, শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক শরফুন্নাহার মনি, ব্যবস্থাপনা কমিটির সদস্য মোঃ সাইফ উদ্দিন রনী, মেগা ফ্যাশন হাউস  এন্ড স্টুডিওর সত্ত্বাধিকারী আবদুল বারিক খান রানা, কাকলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাবেক কাউন্সিলর কোহিনুর আক্তার কাকলী,, কাকলী ফাউন্ডেশন ভলান্টিয়ার ইউনিটের সভাপতি কাজী মো ফয়সল ও সাধারণ সম্পাদক আসিফ সানি, সাইফুল সুমন,নাসির উদ্দিনসহ আরো অনেকে। শিশু পরিবারের কোমলমতি শিশুরা নিজেদের পছন্দমত পোশাক কিনতে পেরে আনন্দে আপ্লুত।

আর পড়তে পারেন