রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে শান্তিপূর্ণ হরতাল, বিরোধী শান্তি সমাবেশ করেছে আওয়ামীলীগ

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ২৯, ২০২৩
news-image

ফখরুদ্দীন ইমন:

বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে হরতাল বিরোধী শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ অক্টোবর) সকালে চৌদ্দগ্রাম বাজারস্থ মুজিবুল হক মুজিব এমপির কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত শান্তি সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু এর সভাপতিত্বে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, দক্ষিণ জেলা কৃষক লীগের সহ-সভাপতি মমিনুর রহমান ফটিক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আকতার হোসেন পাটোয়ারী, অধ্যাপক মফিজুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জিএম জাহিদ হোসেন টিপু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ছৈয়দ আহম্মদ ভূঁইয়া খোকন, ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার, মাহফুজ আলম, এ কে খোকন, কাজী ফখরুল আলম ফরহাদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া, সহ-দফতর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল হালিম চৌধুরী নিজাম, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, উপজেলা যুবলীগ নেতা ইমাম হোসেন পাটোয়ারী এনাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিকুল ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক কাউছার হানিফ শুভ, পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জামশেদ হোসেন নয়ন প্রমুখ। পরে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল করে। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার অংশের গুরুত্বপূর্ণ স্থানগুলো পদক্ষিণ শেষে স্থানীয় সংসদ সদস্যের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এদিকে ২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনের সমাবেশ থেকে বিএনপি ঘোষিত সকাল-সন্ধ্যা হরতালের পক্ষে চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে রোববার দুপুরে চৌদ্দগ্রাম বাজার এলাকায় এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান পদক্ষিণ শেষে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে সমাপ্ত হয়। এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির আহবায়ক হারুনুর রশিদ সহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মহাসড়কের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, বিএনপি ঘোষিত সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে। আইন-শৃঙ্খলা বাহিনীকে মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে টহল দিতেও দেখা গেছে। মহাসড়কে এদিন দূরপাল্লার বাস সহ যান চলাচল করতে দেখা যায়নি। তবে, সিএনজি অটো-রিকসা ও দুয়েকটি প্রাইভেট গাড়ী চলতে দেখা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়কের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা দাঙ্গা-হাঙ্গামার খবর পাওয়া যায়নি। হরতালের পক্ষে কোথাও কোনো পিকেটিং হয়নি।

আর পড়তে পারেন