বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার হোমনায় দ্বিতীয়বারের মত করোনা রোগী শনাক্ত

আজকের কুমিল্লা ডট কম :
মে ৩, ২০২০
news-image

 

মোঃ আতিক, হোমনাঃ

কুমিল্লার হোমনা উপজেলায় দ্বিতীয়বারের মত করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত মাসুদ রানা ব্র্যাক কর্মকর্তা, উপজেলার দুলালপুর শাখায় ( ক্ষুদ্রঋণ শাখা) কর্মরত।

শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুছ ছালাম সিকদার এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তার গ্রামের বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার ডুমুরিয়া। তার পিতার নাম মোঃ মোসলেম উদ্দিন ।

জানা গেছে ,গত ৪ এপ্রিল তার গ্রামের বাড়ি থেকে আসার পর সর্দি,কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্ট দেখা দেয়। কাউকে কিছু না জানিয়ে গোপনে দুলালপুর বাজারের বিভিন্ন ফার্মেসীতে চিকিৎসা করান।

অবস্থার অবনতি হলে ৩০ এপ্রিল হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে।এর পর তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। শনিবার বিকেলে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়।

এ ঘটনায় শনিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপ্তি চাকমা, হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কায়েস আকন্দ এর উপস্থিতিতে ব্র্যাক অফিস (দুলালপুর শাখা) লকডাউন করে লাল নিশান টাঙিয়ে দিয়েছে এবং তার সংস্পর্শে থাকা ব্যক্তিদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়েছে ।

আর পড়তে পারেন