শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার ৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে জাতীয় পার্টি

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ১০, ২০১৮
news-image

 

নিজস্ব প্রতিবেদক, আজকের কুমিল্লাঃ
কুমিল্লার ৯টি আসনে মহাজোটের বাহিরে গিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে জাতীয় পার্টির নেতারা।
দলের একাধিক নেতা জানান, কুমিল্লায় আমরা দুইয়ের অধিক আসন দাবি করেছিলাম। কিন্তু আমাদের দুটি আসন দিয়ে দায়সারা কাজ করেছে আওয়ামী লীগ। এতে নয় আসনে উন্মোক্ত প্রতিদ্বন্দ্বিতা করবে জাতীয় পার্টির প্রার্থীরা।

মহাজোটের বাহিরে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন: কুমিল্লা-১ আসনে মো. আবু জায়েদ আল মাহমুদ, কুমিল্লা-২ আসনে বর্তমান এমপি মো. আমির হোসেন, কুমিল্লা-৩ আসনে মো. আলমগীর হোসেন, কুমিল্লা-৪ আসনে মো. ইকবাল হোসেন রাজু, কুমিল্লা-৫ আসনে মো. তাজুল ইসলাম, কুমিল্লা-৭ আসনে মো. লুৎফর রেজা, কুমিল্লা-৮ আসনে বর্তমান এমপি নুরুল ইসলাম মিলন, কুমিল্লা-৯ আসনে এটিএম আলমগীর ও কুমিল্লা-১১ আসনে খায়ের আহমেদ ভূঁইয়া।

কুমিল্লা উত্তর জেলা জাপার সাধারণ সম্পাদক ও কুমিল্লা-২ আসনের বর্তমান এমপি মো. আমীর হোসেন ভুইয়া মুঠোফোনে বলেন, আমি মিটিং নিয়ে ব্যস্ত। এই মুহুর্তে কিছু বলতে পারব না। পরে যোগাযোগ করুন।

আর পড়তে পারেন