বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় আজ ১ম রমজানের সাহরী ও ইফতার

আজকের কুমিল্লা ডট কম :
মে ১৮, ২০১৮
news-image

 

ডেস্ক রিপোর্ট :
পবিত্র রমজান মাসে রোজাদারদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সঠিক সময়ে সাহরী, রোজার নিয়ত করা এবং সঠিক সময়ে ইফতার ও ইফতারের দোয়া করা।

কুমিল্লা ও পার্শ্ববর্তী এলাকায় আজ শুক্রবার ১ম রামাদ্বানের সাহরীর শেষ সময় রাত ৩ টা ৪৫ মিনিট।

আর ফজরের নামাজের ওয়াক্ত শুরু ৩ টা ৪৯ মিনিটে।

আজ ইফতার সন্ধ্যা ৬ টা ৩৫ মিনিটে।

রোজার নিয়ত :

নাওয়াইতু আন্ আছুম্মা গাদাম মিন্ শাহরি রামাদ্বানাল মুবারাকি ফারদ্বানলাকা ইয়া আল্লাহু ফাতক্বাব্বাল মিন্নী ইন্নাকা আনত্সা সামী’উল্ আলীম।

(অর্থ: আমি আগামীকাল পবিত্র রামাদ্বানে তোমারই সন্তুষ্টিকল্পে ফরজ রোজা রাখার নিয়ত করলাম। হে আল্লাহ! আমার এই রোজা তুমি কবুল কর, তুমি শ্রবণকারী এবং জ্ঞানী।)

ইফতারের দোয়া:

আল্লাহুম্মা লাকা ছুমতু ও আলা রিজকিকা আফতারতু।

(অর্থ: হে আল্লাহ্ আমি আপনার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে রোজা পালন করেছি এবং আপনার রিজিক দিয়ে ইফতার করছি।)

আর পড়তে পারেন