সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় ইপিজেডে আগুনের সঙ্গে দীর্ঘ যুদ্ধ শেষে ক্লান্ত তারা (ছবিসহ)

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ৯, ২০১৯
news-image

 

সেলিম সজীবঃ

কুমিল্লা ইপিজেডে অগ্নিকাণ্ডের খবরে উদ্বিগ্ন হয়ে পড়ে কুমিল্লাবাসী। মুহূর্তেই ছড়িয়ে পড়া আগুনের ভয়াবহতায় ঘিরে ধরে অজানা আতঙ্ক।

সোমবার (৮ এপ্রিল) রাত ৯টার দিকে আগুন লাগার ৯ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

এই ভয়াবহ ঘটনার ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন দমকল বাহিনী। চালিয়ে গেছেন লড়াই দীর্ঘ সময়। এই লড়াই শেষে দমকল বাহিনীর সদস্যরা একটি বিল্ডিং চাদে ঘুমিয়ে পড়ে। এমন দৃশ্য সম্বলিত একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে।

উল্লেখ্য, সোমবার রাত ৯টার দিকে কুমিল্লা ইপিজেডের আরএন স্পিনিং মিলসে আগুন লাগে। কোম্পানির শ্রমিকরা শিফটের কাজ শেষে কর্মস্থল থেকে ফেরার প্রাক্কালে শুনতে পান ফায়ার অ্যালার্ম। দেখেন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে কোম্পানির গোডাউন। মুহূর্তেই ছড়াতে থাকে আগুনের ব্যাপকতা। তবে নিরাপদেই কারখানা থেকে ফেরেন শ্রমিকরা।

ফায়ার সার্ভিসের ১৪ টি ইউনিট কাজ করে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যান কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার মো. সৈয়দ নুরুল ইসলামসহ র‌্যাব ও পুলিশের কর্মকর্তারা। গভীর রাত পর্যন্ত ঘটনাস্থলে থেকে আগুন নিয়ন্ত্রণে আনার বিষয়টি তদারকি করেন তারা।

আর পড়তে পারেন