সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় ইফতারি সামগ্রী‌তে কাপ‌ড়ের রং মিশ্রণ ! বিসিকের এক বেকারিকে জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১৮, ২০২২
news-image

স্টাফ রিপোর্টার:
জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র এবং বাংলা‌দেশ নিরাপদ খাদ‌্য কর্তৃপ‌ক্ষ, কু‌মিল্লা অ‌ফি‌সের যৌথ উ‌দ্যো‌গে কু‌মিল্লার বি‌সিক এলাকায় অ‌ভিযান প‌রিচালনা করা হয়ে‌ছে।

সোমবার বেলা ১২টা থে‌কে দেড়টা পর্যন্ত এ অ‌ভিযান চ‌লে। এ সময় ইফতা‌রি সামগ্রী‌তে নি‌ষিদ্ধ কাপ‌ড়ের রং মিশ্রনের অ‌ভি‌যো‌গে মালাই সুইটস‌ এন্ড বেকা‌রি‌কে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় ৪০ হাজার টাকা জ‌রিমানা করা হয় এবং ১০ কে‌জি রং মি‌শ্রিত খাদ‌্য ও ৫‌টি রং এর কৌটা জব্দ ক‌রে ধ্বংস করা হয়।

কু‌মিল্লা জেলা প্রশাস‌নের সা‌র্বিক দিক নি‌র্দেশনায় জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌রের সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌ম এ জ‌রিমানা ক‌রেন। এ অ‌ভিযা‌নে জেলা নিরাপদ খাদ‌্য অ‌ফিসার মুনতা‌সির মাহমুদ, সদর স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর এ‌কে আজাদ, সি‌টি ক‌র্পো‌রেশ‌নের স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর মেজবাহ উদ্দীন ভুইয়া, নিরাপদ খাদ‌্য অ‌ফি‌সের নমুনা সংগ্রহ সহকারী নাজমুস সা‌কিব উপ‌স্থিত ছি‌লেন। জেলা পু‌লি‌শের এক‌টি টিম অ‌ভিযা‌নে উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।

আর পড়তে পারেন