শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ঘুরে দাঁড়াতে চান মাশরাফিরা

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২৫, ২০১৬

স্পোর্টস ডেস্ক: শুরুটা মোটেও ভালো হয়নি। ভারতের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে ৪৫ রানের বড় ব্যবধানে হার। এশিয়া কাপে শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ। টুর্নামেন্টে টিকে থাকার জন্য এ ম্যাচটি টাইগারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচে জয় দিয়ে ভারতের বিপক্ষে পরাজয়ের জ্বালা ভুলে ঘুরে দাঁড়াতে চায় মাশরাফি বাহিনী।

গত বছরের জুনে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতেছিল স্বাmashrafee-vorerpataগতিক বাংলাদেশ। তাই এশিয়া কাপেও মহেন্দ্র সিং ধোনির দলের বিপক্ষে প্রথম ম্যাচের আগে দারুণ আত্মবিশ্বাসী ছিল টাইগাররা। কিন্তু অতি আত্মবিশ্বাস কাল হয়ে দাঁড়ায়। এবার তাই সংযুক্ত আরব আমিরাতে বিপক্ষে বেশ সতর্ক স্বাগতিকরা। কারণ এ ম্যাচে হারলে এশিয়া কাপের দৌড়ে টিকে থাকা যাবে না।

ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে হারের পর বৃহস্পতিবার আর মাঠমুখো হননি মুশফিক-মাহমুদুল্লাহরা। হোটেলে শুয়ে-বসেই দিন পার করেছে তারা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টিম হোটেল লা মেরেডিয়ানে দ্বিতীয় ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘গতকালকের (বুধবার) ম্যাচটি আমাদের হাত থেকে চলে গেছে। এজন্য আগামীকালের (শুক্রবার) ম্যাচটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে টিকে থাকার ক্ষেত্রে। একই সঙ্গে টি২০ বিশ্বকাপের প্রস্তুতির জন্যও। তাই আরব আমিরাতের বিপক্ষে ম্যাচটিকে আমরা খুব গুরুত্বসহকারে নিচ্ছি। আশা করি আমরা ঘুড়ে দাঁড়াতে পারবো।’

এশিয়া কাপের প্রথম ম্যাচে বাংলাদেশ দল হেরেছে বলে সব শেষ হয়ে যায়নি। বিশেষ করে ভারতের বিপক্ষে ম্যাচটিতে স্বাগতিকরা অনেক ভুল করেছিল। তবে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দল অনেক ভালো ক্রিকেট খেলবে বলে মনে করছেন মাশরাফি।

এ প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমাদের প্রত্যাশা ভালো ক্রিকেট খেলার সঙ্গে সঙ্গে ম্যাচ জেতা। এটা গতকালকের (বুধবার) ম্যাচেও ছিলো। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেটা করতে পারিনি। তবে আমাদের ফোকাসটা সেভাবেই থাকবে। গতকালকের (বুধবার) ম্যাচটা আমরা যেভাবে খেলেছি, আগামীকালকের (শুক্রবার) ম্যাচটাও আমরা সেভাবে খেলবো।’

বাছাই পর্বের আগে চূড়ান্ত পর্বের পঞ্চম দল হিসেবে অনেকে আফগানিস্তানকে মনে করেছিল। কিন্তু সেই হিসেব-নিকেষ ভুল বলে প্রমাণিত করেছে আকিব জাভেদের শিষ্যরা। শেষ পর্যন্ত আফগানিস্তানকে পেছনে ফেলে মূল পর্বে জায়গা করে নেয় সংযুক্ত আরব আমিরাত। তাই এই দলটিকে খাটো করে দেখতে নারাজ মাশরাফি। টি২০ ফরম্যাটে এক থেকে দুই ওভারের মধ্যে একটি ম্যাচের পুরো দৃশ্যপট পাল্টে যেতে পারে। তাই বড় দলগুলোর বিপক্ষে বাংলাদেশ দল যেমন সতর্ক থাকে, ঠিক তেমনি থাকবে আরব আমিরাতের বিপক্ষেও।

এ প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আরব আমিরাতকে নিয়ে আসলে আমরা ওভাবে চিন্তা করিনি। তাছাড়া আরব আমিরাত তাদের লেভেলের সেরা ক্রিকেট খেলেই মূলপর্বে এসেছে। তাই আমাদের ‍উচিত ক্রিকেট দল হিসেবে পেশাদারিত্বের সঙ্গে পারফরম্যান্স করা। একই সঙ্গে ম্যাচটা আমাদের জেতার দরকারও আছে। আগেও বললাম, কালকে (বুধবার) আমরা একটি মুহূর্ত পর্যন্ত ভালো ক্রিকেট খেলেছি। তারপরে আর হয়নি। আশা করবো আগামীকাল (শুক্রবার) পুরোটা সময়ই আমাদের ভালো কাটবে। আর জয়ের লক্ষ্য নিয়েই এদিন আমরা মাঠে নামবো।’

সংযুক্ত আরব আমিরাত বলে টি২০ বিশ্বকাপের আগে একটা পরীক্ষা-নিরীক্ষা করতে পারে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। তবে ওই পরীক্ষা-নিরীক্ষার পথে আর হাঁটবে না বলেই মনে করছন মাশরাফি।

এ প্রসঙ্গে বাংলাদেশের টি২০ অধিনায়ক বলেন, ‘প্রথমে খুলনা এবং পরে চট্টগ্রামে অনুশীলন করার কোন আলাদা কারণ ছিল না। তখন যুব বিশ্বকাপ চলছিল ঢাকাতে। কোন কিছু আসলে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়। বিশেষ করে টি২০ ক্রিকেটে আমাদের অনেক কিছু এখনো অর্জন করার আছে। গত ম্যাচে কয়েকটি ইতিবাচক দিক অবশ্যই আছে। ভারতের ব্যাটিং অর্ডারকে আমরা ১৫ ওভার পর্যন্ত আটকে রাখতে পেরেছি। ওই পর্যন্ত আমরা ম্যাচে ছিলাম। এরপর আক্রমণ না করে ডিফেন্স করে রান আটকে রাখা যেত কিনা এই সব কিছু বিবেচনা করার আছে।’

আর পড়তে পারেন