শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় এক মাদক ব্যবসায়ির যাবজ্জীবন কারাদণ্ড

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১১, ২০২৩
news-image

 

সালাহ উদ্দিন সোহেল:

কুমিল্লায় আজহারুল নামের এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত।

মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরবেলা কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি কফিল উদ্দিন কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালং গ্রামের মৃত আলী মিয়ার ছেলে। রায় ঘোষনাকালে আসামি মোঃ কফিল উদ্দিন পলাতক ছিলেন।

মামলার বিবরণে জানা যায়- ২০১২ সালের ১৩ মার্চ এজাহারকারী মোঃ নুরুন্নবীসহ সঙ্গীয় ফোর্স নিয়ে টহল করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পায় যে, একজন লোক ভারতীয় সীমান্ত হতে মাদকদ্রব্য সংগ্রহ করে মাদক বিক্রির জন্য বালুতুপা দিয়া শহর অভিমুখে আসাবস্থায় চাপাপুর চৌরাস্তার পূর্বপাশে পাকা রাস্তায় পৌছলে বর্ণিত আসামি আজহারুলের ডান হাতে বাজারের ব্যাগসহ হাটিয়া যাওয়ার সময় আসামিকে চ্যালেঞ্জ করলে দৌড়াইয়া পালাতে চেষ্টা করিলে হাতেনাতে আটক করিয়া ব্যাগ তল্লাশি করে ব্যাগের ভেতর রক্ষিত ৪০ বোতল ফেনসিডিল জব্দ করে।

এ ব্যাপারে কুমিল্লা কোতয়ালী মডেল থানার টিএসআই মোঃ নুরুন্নবী বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৩ (খ) ধারার বিধানমতে মামলা রুজু করিলে ২০১২ সালের ৫ এপ্রিল তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতে চার্জশীট দাখিল করেন। তৎপর মামলাটি বিচারে আসিলে রাষ্ট্র পক্ষে মানীত ১০জন সাক্ষীর মধ্যে ০৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক শুনানী অন্তে আসামি আজাহারুলকে যাবজ্জীবন কারাদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

রাষ্ট্রপক্ষে বিজ্ঞ কৌশলী মোঃ জাকির হোসেন আসামি পক্ষে মামলা পরিচালনা করেন এড. মোহাম্মদ ইসমাইল। রায় ঘোষনাকালে আসামি পলাতক ছিলেন।

এদিকে ২০১৫ সালের ১৩ আগস্ট ৩৫০ পিছ ইয়াবা দখলে রাখার অভিযোগে মোঃ কফিল উদ্দিন নামের একজনকে সাত বৎসরের সশ্রম কারাদণ্ড এবং অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন।

আর পড়তে পারেন