রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় কমেছে পাসের হার, ফলাফলে এগিয়ে মেয়েরা

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২৬, ২০২৩
news-image

ডেস্ক রিপোর্ট:

এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭৫ দশমিক ৩৪ শতাংশ। যা গত দুই বছরের তুলনায় কম। রবিবার (২৬ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফল হস্তান্তরের পর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের ওয়েব সাইটে প্রকাশিত তথ্যে এই ফল জানা গেছে।

এদিন বিকেল ৩ টায় অফিসিয়ালি কুমিল্লা শিক্ষাবোর্ড থেকে জানানো হবে বলে জানিয়েছেন কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান।

জানা গেছে, ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে এক লাখ ১০ হাজার ৬৫৫ জন। সকল বিষয়ে উত্তীর্ণ হয়েছে ৮৩ হাজার ৩৭০ জন। যা মোট ফলের ৭৫ দশমিক ৩৪ শতাংশ। এবারের পরীক্ষায় জিপিএ- ৫ পেয়েছেন পাঁচ হাজার ৬৫৫ জন। যা মোট জিপিএ- ৫ এর ছয় দশমিক ৭৮ শতাংশ।

২০২২ সালে পাশের হার ছিল ৯০ দশমিক ৭৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ১৫ হাজার ২৪ জন। ২০২১ সালে পাসের হার ছিল ৯৭ দশমিক ৪৮ শতাংশ। জিপিএ -৫ ছিল ১৪ হাজার ১৬২ জন।

কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান অনলাইনে ফল প্রকাশ হয়েছে। কিন্তু অফিসিয়ালভাবে আমরা বিকেল ৩ টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবো।

আর পড়তে পারেন