শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা বিভাগ হলে বৃহত্তর কুমিল্লা যা যা পাবে

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ৫, ২০১৯
news-image

 

আজকের কুমিল্লা, ডেস্ক রিপোর্টঃ
আমরা যখন বিভাগ বিভাগ করে গলা ফাটাই ঠিক তখনি পেছন থেকে আমাদের প্রিয় ভাইয়ারা বলে ওঠে, কুমিল্লা বিভাগ হলে আমাদের লাভ কি..?
আমরা কি পাবো..?

আসলে প্রশ্নটা অযৌক্তিক নয়..
আজ আপনাদের পরিষ্কার করে দিবো সব..

কুমিল্লা বিভাগ হলে বৃহত্তর কুমিল্লা যা যা পাবে…

আসলে একটি উন্নত রাষ্ট্র গঠনের পূর্বশর্ত প্রশাসনিক বিকেন্দ্রীকরণ।

প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে একটি দেশের উন্নয়নের ধারা আরো গতিশীল হয়।

মানুষের জীবন মান উন্নত হয়, মানুষ অনেক বেশী আপডেট হয়, আর বিভাগ গঠনের মাধ্যমেই সুষ্ঠ প্রশাসনিক বিকেন্দ্রীকরণ সম্ভব।

অন্যান্য বিভাগীয় সুবিধা ও বাংলাদেশ স্থানীয় সরকার মন্ত্রণালয় সহ অন্যান্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা যায় একটি বিভাগীয় শহর ও আশেপাশের লোকজন যেসব সুযোগ সুবিধা পায় তা হলঃ

১. একাধিক পাবলিক বিশ্ববিদ্যালয়ঃ একাধিক পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের ফলে সে অঞ্চলের শিক্ষার প্রসার ও উচ্চ শিক্ষিতের হার বৃদ্ধি পায়।

যা দেশ ও জাতির মেরুদন্ড শক্ত রাখায় অবদান রাখে।

২. বিমানবন্দরঃ প্রত্যেক বিভাগেই থাকে অন্তত একটি বিমানবন্দর, যা অভ্যন্তরীণ ফ্লাইট ছাড়াও আন্তর্জাতিক ফ্লাইট এর মাধ্যমে সে অঞ্চলের জীবনমান উন্নত করে..
৩ সমুদ্রবন্দরঃ যেসব বিভাগীয় অঞ্চলে সমুদ্রবন্দর স্থাপনের সুযোগ থাকে সেসব অঞ্চলে গড়ে ওঠে সমুদ্রবন্দর।

সেদিক দিয়ে চাদপুরে সমুদ্র বন্দর গড়ে ওঠার ব্যাপক সম্ভাবনা রয়েছে।

৪, বিভাগীয় মডার্ণ হসপিটাল
৫, বিভাগীয় সার্কিট হাউজ
৬, নভোথিয়েটার
৭, আইটি পার্ক
৮, আন্তর্জাতিক কনভেনশন সেন্টার
৯, আন্তর্জাতিক মানের পার্ক
১০, থাকবে বিভাগীয় স্টেডিয়াম
১১, গড়ে উঠবে নতুন নতুন খেলার মাঠ
১২, গড়ে উঠবে নতুন নতুন পর্যটন কেন্দ্র
১৩, থাকবে শিল্পাঞ্চল, যার মাধ্যমে দূর হবে বেকার সমস্যা..
১৪, থাকবে স্বাস্থ্য ব্লুক
১৫, থাকবে শিক্ষা ব্লুক
১৬, থাকবে শিক্ষা বোর্ড
১৭, গড়ে উঠবে অসংখ্য সুপার মার্কেট
১৮, থাকবে স্পেশাল আবাসিক ব্যবস্থা..
১৯, গড়ে উঠবে ই,পি,জেড, এলাকা..
২০, থাকবে নগর ভবন ও নাগরিক সকল সুবিধা..
২১, এছাড়াও থাকবে উন্নত ও পরিচ্ছন্ন সড়ক মহাসড়ক..
২২, হবে চার লেনের রাস্তা…
২৩, থাকবে একাধিক বিকল্প সড়ক..
২৪, উন্নত হবে চরাঞ্চল..
২৫, থাকবেনা ব্যাকডেটেড কৃষিব্যবস্থা..
কৃষিব্যবস্থা হবে আধুনিক..

এছাড়াও গড়ে উঠিবে কেন্দ্রীয় বাস টার্মিনাল, গড়ে উঠবে উন্নত পরিবহণ ব্যবস্থা…

সমাজ ব্যবস্থা হবে উন্নত ও আধুনিক গতিশীল..
এছাড়াও বিভাগীয় সরকারি অফিস, আদালত, কলকারখানা সহ নানান কর্মমুখী পরিকল্পনা বাস্তবায়ন হবে..

এছাড়াও রয়েছে নানান মুখী উন্নয়ন কার্যক্রম..
নতুন নতুন এনজিও আসবে এ অঞ্চলে..
গড়ে উঠবে বেসরকারি বিভিন্ন উন্নয়নমূলক প্রতিষ্ঠান..

গড়ে উঠবে নতুন নতুন হাউজিং ব্যবস্থা..

তাই আসুন…
নিজেদের অস্তিত্ব লড়াইয়ের মিশনে নিজেদের স্বার্থে জোরালো কন্ঠে আওয়াজ তুলি, কুমিল্লা বিভাগ চাই।

আর পড়তে পারেন