শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় করোনায় নতুন শনাক্ত ৯২৪, প্রাণ গেল আরো ১৩ জনের

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২, ২০২১
news-image

স্টাফ রিপোর্টার:
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ৯২৪ জনের করোনা শনাক্ত হয়েছে।  এ সময় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ জন।জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন ২ আগস্ট বিকেল ৬ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী,১লা আগস্ট রবিবার বিকেল থেকে ২ আগস্ট বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪৩৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

শনাক্তদের মধ্যে ১৭৪ জনই কুমিল্লা সিটি করপোরেশনের বাসিন্দা। বাকিদের মধ্যে আদর্শ সদরের ৪৩, সদর দক্ষিণের ৩২, বুড়িচংয়ের ৩৮, ব্রাহ্মণপাড়ার ২৫, চান্দিনার ৪১, চৌদ্দগ্রামের ৯৭, দেবিদ্বারের ৫৭, দাউদকান্দির ৪৪, লাকসামের ৫৬, লালমাইয়ের ৪০, নাঙ্গলকোটের ৬৬, বরুড়ার ৬১, মনোহরগঞ্জের ৩৭, মুরাদনগরের ৬৩, মেঘনার ১৪, তিতাসের ১২ জন এবং হোমনা উপজেলার ২৮ জন।

যারা মারা গেছেন তাদের মধ্যে সিটি কর্পোরেশন,দেবিদ্বারের, মনোহরগঞ্জের দুইজন করে রয়েছেন। বাকিদের মধ্যে আদর্শ সদরের, চৌদ্দগ্রামের,চান্দিনার দাউদকান্দির, লালমাইয়ের বরুড়ার মুরাদনগর একজন করে রয়েছেন। মৃতদের মধ্যে ৮ জন নারী এবং  ৫ জন পুরুষ।

জেলায় এখন পর্যন্ত ৩০ হাজার ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৪২ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২২৫ জন। এনিয়ে মোট সুস্থ হলেন ১৬ হাজার ৮১৬ জন।

আর পড়তে পারেন