বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় ‘কুপ্রস্তাবকারী’ হাকিমের কারাদণ্ড

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ১, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ছাত্রীকে কু-প্রস্তাব ও উত্যক্ত করার দায়ে এক বখাটেকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার উপজেলা অফিসে ব্রাহ্মণপাড়া ইউএনও ফৌজিয়া ছিদ্দিকা এ রায় দেন । দণ্ডিত আবদুল হাকিম বড়ধুশিয়ার পদুয়া পাড়ার মো. নুরুন্নবীর ছেলে ।

ব্রাহ্মণপাড়া থানার এসআই শফিকুল ইসলাম জানান, মাদ্রাসার দশম শ্রেণির এক ছাত্রীকে আবদুল হাকিম চার মাস ধরে শিক্ষা প্রতিষ্ঠানে আসা-যাওয়ার পথে কু প্রস্তাব করে আসছে। এ নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বসে কোন সুরাহা করতে পারেননি। মঙ্গলবার দুপুরে বখাটে মাদ্রাসা ছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাব দেয়। মেয়ের পরিবার এ প্রস্তাব প্রত্যাখান করলে ছাত্রীকে এসিড মারার হুমকি দেয়। হুমকীর সময় উচ্চ্যবাচ্চ্য করলে আশপাশের লোকজন তাকে আটক করে আমাদের খবর দেন।

আমরা বখাটে যুবককে ইউএনও এর কাছে হাজির করলে বখাটেকে তিন মাসের কারাদণ্ড দেন। তাকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।

আর পড়তে পারেন