শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় গরমের সঙ্গে পাল্লা দিয়ে চলছে বিদ্যুৎ বিভ্রাট

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২৯, ২০১৯
news-image

 

সেলিম সজীবঃ
তীব্র গরমের সঙ্গে কুমিল্লায় চলছে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট। এ দু’য়ে মিলে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। কুমিল্লায় বিভিন্ন এলাকায় প্রতিদিন ৫-৭ বার পর্যন্ত বিদ্যুৎ বিভ্রাট ঘটছে যার কারণে দুই থেকে তিন ঘণ্টা করে বিদ্যুৎবিহীন থাকছে এসব এলাকা। কোনো কোনো এলাকায় বিদ্যুৎ থাকলেও লো-ভোল্টেজের কারণে ঠিকমতো চলছে না পাখা, ফ্রিজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের বৈদ্যুতিক যন্ত্রপাতি।

বাসা-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ছাড়াও বিদ্যুৎ বিভ্রাটের প্রভাব পড়েছে বিপণিবিতানগুলোতে।

মনোহরগঞ্জ এলাকার বাসিন্দা সাদাত কবির আজকের কুমিল্লাকে বলেন, তাদের ইচ্ছামতো বিদ্যুৎ বন্ধ করে দিচ্ছে। দিনে একাধিকবার বিদ্যুৎ চলে যায়। বিদ্যুৎ গেলে বাসায় থাকা যায় না। রাস্তায় গিয়ে হাঁটাহাঁটি করতে হয়।’ কুমিল্লা বরুড়া বাজার এলাকার বাসিন্দা নাছির উদ্দিন জানান, গত কয়েকদিন ধরে বিদ্যুৎ বিভ্রাট প্রকট হয়ে উঠেছে। যখন প্রচণ্ড গরম পড়ে, বিদ্যুতের বেশি দরকার, তখনই বিদ্যুৎ চলে যায়। দিনে ৪-৫ বার এ ধরনের বিদ্যুৎ বিভ্রাটে ২-৩ ঘণ্টা এ এলাকার বাসিন্দাদের বিদ্যুৎ বিহীন অবস্থায় থাকতে হয়

আর পড়তে পারেন