শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুবিতে বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে ‘কিংবদন্তি’র মোড়ক উন্মোচন

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১২, ২০২২
news-image

 

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বঙ্গবন্ধু পরিষদের প্রকাশনা ‘কিংবদন্তি’র মোড়ক উন্মোচন করা হয়েছে।

সোমবার (১১ এপ্রিল) মোড়ক উন্মোচন করেন প্রকাশনাটির প্রধান পৃষ্ঠপোষক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে প্রকাশনাটি প্রকাশের উদ্যোগ নেয় বঙ্গবন্ধু পরিষদ।

প্রকাশনাটির সম্পাদক হিসেবে ছিলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল ইসলাম এবং আহবায়ক হিসেবে ছিলেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির হুসেইন।

প্রকাশনার আহবায়ক মোহাম্মদ নাসির হুসেইন বলেন, আমাদের প্রকাশনাটি বঙ্গবন্ধুকে উৎসর্গ করে বের করা হয়েছে। এখানে দেশ বরেণ্য লেখক-সাহিত্যিকদের লেখনী, দুইজন বীরাঙ্গনাসহ মুক্তিযুদ্ধকালীন সময়ের কিছু ছবি সংযুক্ত করা হয়েছে। বইটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা হয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান, প্রক্টর কাজী ওমর সিদ্দিকীসহ প্রকাশনা ও সম্পাদনা পর্ষদের সহ সম্পাদক, সদস্য ও সদস্য সচিববৃন্দ।

আর পড়তে পারেন