বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় জাল ভিসা দিয়ে কোটি টাকা আত্মসাত, আটক ১

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৮, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার নাঙ্গলকোটে জাল ভিসা দিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগে বৃহস্পতিবার সন্ধ্যায় একজনকে আটক করেছে পুলিশ।
আটক রহমতুল আলামিন (বাহার) উপজেলার হেসাখালের ইব্রাহিম খলিলের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে।

নাঙ্গলকোট থানার ওসি নজরুল ইসলাম জানান, মোটা বেতনে চাকরির মিথ্যা প্রলোভন দেখিয়ে বিদেশ পাঠানোর কথা বলে বিভিন্ন জেলায় অনেকের সঙ্গে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে বাহারের বিরুদ্ধে। এমনকি নিজ জেলার অনেকে তার বিরুদ্ধে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ করেছে।

উপজেলার কুরকুটা গ্রামের সাঈদ আহাম্মদের ছেলে শাহজাহান জানান, তাকে সৌদি আরব পাঠানোর কথা বলে চার লাখ টাকা হাতিয়ে নিয়ে দীর্ঘদিন গা ঢাকা দিয়েছিল বাহার।

একই অভিযোগ করেছেন মোজাম্মেল হোসেন, একরামুল হক, আলম, শহীদসহ প্রায় ৪০ জন ভুক্তভোগী।

নাঙ্গলকোট থানার ওসি নজরুল ইসলাম বলেন, এতগুলো অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে রহমতুল আলামিন বাহারকে আটক করেছি। ভুক্তভোগীদের টাকা উদ্ধার করে ফিরিয়ে দেয়ার চেষ্টা করছি

আর পড়তে পারেন