শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় তিনদিনে খুন ছয়জন

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১১, ২০২১
news-image

 

অনলাইন ডেস্কঃ
কুমিল্লায় বাড়ছে পারিবারিক সহিংসতা। গত তিনদিনে ছয়টি খুনের ঘটনা ঘটেছে। নিহতদের পাঁচজন নারী। একজন পুরুষ। কুমিল্লা আদর্শ সদর উপজেলার শহরতলী আড়াইওড়া এলাকায় একটি ডোবা থেকে শারমিন আক্তার (২৭) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি স্বামীর সাথে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে আসেন। মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লার বুড়িচংয়ে বউ-শাশুড়িকে কুপিয়ে হত্যা করেছে রিকশাচালক লোকমান হোসেন (৩৫)। এদিকে কুমিল্লার নাঙ্গলকোটে সোমবার সাইফুল ইসলাম (২৮) নামের এক যুবক তার মা ও ভাবিকে কুপিয়ে হত্যা করেছে।

কুমিল্লার বরুড়া উপজেলার জালগাঁও গ্রামের বজলুর রহমান মেম্বার (৬৫) নামে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার দ্বিতীয় স্ত্রী মোমেনা বেগমের (২৮) স্বজনদের বিরুদ্ধে।

সূত্র মতে, কুমিল্লা আদর্শ সদর উপজেলার শহরতলী আড়াইওড়া এলাকায় একটি ডোবা থেকে শারমিন আক্তারের (২৭) মরদেহ উদ্ধার করা হয়। নিহত শারমিনের বাবার বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ষাইটশালা এলাকায়। বুধবার স্থানীয়রা পুলিশকে ডোবায় নারীর মরদেহ দেখে পুলিশকে খবর দেয়।

নিহতের শারমিনের বাবা আবদুল অদুদ জানান, পারিবারিক কলহের জের ধরে মঙ্গলবার বিকেলে স্বামীর সাথে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে আসে। পরে পুলিশের মাধ্যমে জানতে পেরেছি মেয়ের লাশ ডোবার পানিতে পড়ে আছে। ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে।

কুমিল্লার বরুড়া উপজেলার জালগাঁও গ্রামের বজলুর রহমান মেম্বার নামে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার দ্বিতীয় স্ত্রী মোমেনা বেগমসহ স্বজনদের বিরুদ্ধে। পুলিশ এ ঘটনায় ২য় স্ত্রী মোমেনাসহ দুইজনকে গ্রেফতার কর হয়েছে। হত্যার ঘটনায় বজলুর রহমানের ছেলে আবুল হোসেন বাদী হয়ে বরুড়া থানায় চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে স্বামী বজলুর রহমানের সাথে মোমেনার প্রায় ঝগড়া হতো। গত ৩১ জানুয়ারি রাতে বজলুর রহমানকে কুপিয়ে আহত করে মোমেনাসহ তার স্বজনরা। ঢাকা মেডিকেল কলেজে গত ৬ ফেব্রুয়ারি বজলুর রহমানের মৃত্যু হয়।

মামলার তদন্ত কর্মকর্তা বরুড়া থানা পুলিশের উপ-পরিদর্শক উত্তম কুমার সরকার বলেন, এ মামলার ১নং ও ৩নং আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

কুমিল্লার বুড়িচংয়ে বউ-শাশুড়িকে কুপিয়ে হত্যা করেছে রিকশা চালক লোকমান হোসেন। উপজেলার মোকাম ইউনিয়নের হালগাঁও গ্রামে মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন, হালগাঁও গ্রামের লোকমান হোসেনের স্ত্রী ফারজানা আক্তার (২৫), ফারজানার মা কুমিল্লা সদর উপজেলার বল্লভপুর গ্রামের শাহ আলমের স্ত্রী জানু বিবি (৫৫)। পুলিশ হত্যায় অভিযুক্ত লোকমান হোসেনকে আটক করেছে।

স্থানীয় সূত্র জানায়, স্ত্রী ফারজানা আক্তার পরকীয়ায় জড়িত এমন অভিযোগে তার ওপর ছুরি নিয়ে হামলা করে লোকমান। শাশুড়ি বাধা দিতে গেলে তার উপরও হামলা চালায় সে।

বুড়িচং দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আজিজুল বারী নয়ন জানান, ঘাতকের দাবি, পারিবারিক কলহের কারণে সে এই ঘটনা ঘটিয়েছে। আমরা বিষয়টি আরও তদন্ত করে দেখছি।

কুমিল্লার নাঙ্গলকোটে সাইফুল ইসলাম নামের এক যুবক তার মা ও সৎ ভাবীকে ছুরিকাঘাতে হত্যা করেছে। এছাড়া কুপিয়ে আহত করেছে এক ভাতিজিকেও। সোমবার দুপুরে উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের পুজকরা গ্রামের পূর্ব পাড়ার বেপারী বাড়িতে এই হত্যার ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই বাড়ির আবদুল হামিদের ২য় স্ত্রী নুরজাহান বেগম (৫৮) ও তার প্রথম পরিবারের ছেলে আবদুল আজিজের স্ত্রী নুরুননাহার বেগম পুষ্প (৪২)। এছাড়া কুপিয়ে আহত করা হয়েছে ভাতিজি আরজু আক্তারকে।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, এক বোনের বাড়ি থেকে পাঠানো পিঠা খেতে দেওয়াকে কেন্দ্র করে সাইফুল তার মা ও ভাবিকে বটি দিয়ে কুপিয়ে করে হত্যা করে।

পারিবারিক সহিংসতার বিষয়ে প্রত্যয়ন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদা আক্তার বলেন, এসব সহিংসতার পেছনে দায়ী মাদকের আগ্রাসন। মাদকের আগ্রাসন প্রতিরোধে পরিবার,সমাজ ও প্রশাসনকে আরও আন্তরিক ভূমিকা নিতে হবে। পাশাপাশি শিশুদের নৈতিক শিক্ষা দিয়ে গড়ে তুলতে হবে।

আর পড়তে পারেন