শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১৫, ২০১৮
news-image

শরীফুল ইসলামঃ
চান্দিনায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা মঙ্গলবার (১৪ আগস্ট) বিকেলে চান্দিনা পাইলট মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়। এতে ধেরেরা সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল ১-০ গোলে ছায়কোট সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অপর খেলায় রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল ট্রাইব্রেকারে ৪-১ গোলে নাওতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলের খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এম.পি। খেলা শুরুর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার এস.এম জাকারিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বক্সী, চান্দিনা পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলাম।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চান্দিনা উপজেলা শিক্ষা অফিসার এএইচএম শাহরিয়ার রসূল, ইউআরসি ইন্সট্রাক্টর মো. মোস্তফা কামাল, পৌর কাউন্সিলর আক্তার আহমেদ নাদিম, কাজী জাফর উল্লাহ্ আজাদ, আবদুস ছালাম, উপজেলা আওয়ামীলীগ কৃষি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুল আউয়াল, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. নূর নবী, মো. এমরান হোসেন, মো. মিজানুর রহমান পাটোয়ারী, মো. নিজাম উদ্দিন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কমল বক্সী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন- সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবদুল ওয়াহাব।

আর পড়তে পারেন