শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় তৃতীয় লিঙ্গের মুন্নি হত্যা মামলার প্রধান আসামি মা-ছেলের দায় স্বীকার

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১৫, ২০২১
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লায় তৃতীয় লিঙ্গের মুন্নি হত্যা মামলার প্রধান আসামি সাকিবুল ইসলাম অনিক ও তার মা শাহিনা বেগম আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। রোববার (১৪ মার্চ) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হক।

এর আগে শনিবার (১৩ মার্চ) দিবাগত গভীর রাতে জেলার লাকসাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত মঙ্গলবার (৯ মার্চ) দিবাগত রাতে পূর্বশত্রুতার জেরে মুন্নিকে আসামি শাকিবসহ কয়েকজন মিলে কৌশলে আদর্শ সদর উপজেলার মুড়াপাড়া এলাকায় রেললাইনের পাশে নিয়ে যায়। সেখানে উপর্যুপরি ছুরিকাঘাত করে নৃশংসভাবে হত্যা করে। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। কিন্তু প্রধান আসামি সাকিব ও তার মা এলাকা ছেড়ে পালিয়ে যান।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় পলাতক সাকিব ও তার মা শাহিনা বেগমকে গ্রেফতার করা হয়। আদালতে প্রেরণ করা হলে তারা হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ মামলায় পলাতক অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আর পড়তে পারেন