শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় দুদিন ব্যাপি শচীন মেলার উদ্বোধন

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ২৫, ২০১৯
news-image

 

শাহ ইমরানঃ

উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী শচীন দেব বর্মণের বাড়িতে কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে  ২ দিনব্যাপী শচীন মেলার উদ্বোধন হয়েছে।

কুমিল্লা সদর সাংসদ হাজী আ ক ম বাহাউদ্দিন এ মেলার উদ্বোধন করেন। এ সময় কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর। এছাড়া পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার (কুমিল্লার অতিঃ পুলিশ সুপার হিসেবে কর্মরত) আব্দুল্লাহ আল মামুন,  অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) কাইজার মোহাম্মদ ফারাবী উপস্থিত ছিলেন।

এ মেলায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালকের কার্যালয়সহ অনেকে অংশগ্রহণ করেছেন । মেলাকে জমজমাট করতে মেলায় কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি কাপড়সহ ১৮ টি স্টল বসেছে।

উল্লেখ্য যে, ৩০ নভেম্বর, ২০১৭ সালে শচীন দেব বর্মণের বাড়িটিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণা করে। বর্তমানে এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভূক্ত একটি পুরাকীর্তি।

আর পড়তে পারেন