শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় নগরীতে ফেসবুক হ্যাক করে প্রতারণা, বিশ্ববিদ্যালয়ের ছাত্র আটক

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২৯, ২০১৮
news-image

 

সেলিম সজীবঃ

কুমিল্লা নগরীতে ফেসবুক আইডি হ্যাক করে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া চক্রের সদস্য আতিকুর রহমান লিমনকে (২৪) আটক করেছে থানা পুলিশ।

বুধবার (২৭ জুন)  রাত সাড়ে ১১টার দিকে কুমিল্লা নগরীর হাউজিং এস্টেট এলাকার গোল মার্কেটের একটি দোকান থেকে তাকে আটক করা হয়।

সে বরিশাল জেলা সদরের উজিরপুর এলাকার বজলুর রহমানের ছেলে এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগে অনার্স ১ম বর্ষের ছাত্র।

জানা যায়, আতিকুর রহমান লিমন বেশ কিছুদিন যাবত বিভিন্নজনের ফেসবুক আইডি হ্যাক করে মোবাইল বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে আসছিল। সে কুমিল্লায় হাউজিং এস্টেট এলাকায় তার এক বন্ধুর বাড়িতে থেকে এ ধরণের প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করছিল। বিষয়টি সাইবার ক্রাইম ইউনিটের নজরে আসার পর মোবাইলের কল লিস্টের সূত্র ধরে বুধবার রাতে পুলিশ তাকে আটক করে।

কোতয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের তথ্যের ভিত্তিতে আতিকুর রহমান লিমনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে।

আর পড়তে পারেন