বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় নারীকে গাঁজা কম দেয়ায় ৯৯৯ নম্বরে অভিযোগ: আব্দুর রহিম আটক

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১০, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
তিন কেজির টাকায় এক কেজি গাঁজা দেয়ায় ৯৯৯ নম্বরে অভিযোগ করায় এক নারীকে গ্রেফতারের পর এবার সেই মাদক ব্যবসায়ীকেও গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার আব্দুর রহিম ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল দক্ষিণপাড়ার আবুল হাসেমের ছেলে। এর আগে ক্রেতা সালমা বেগমকেও গ্রেফতার করা হয়েছে।

ব্রাহ্মণপাড়া থানার ওসি সৈয়দ আবু মো. শাহজাহান কবির জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুর রহিমকে গ্রেফতার করা হয়। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

২৭ জানুয়ারি আব্দুর রহিমকে তিন কেজি গাঁজার দাম দিয়ে এক কেজি গাঁজা পাওয়ায় পুলিশের জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে অভিযোগ করেন সালমা বেগম। তিনি নিজেও একজন মাদক ব্যবসায়ী। ওই দিনই ব্রাহ্মণপাড়া সদর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

আর পড়তে পারেন