শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স

আজকের কুমিল্লা ডট কম :
মে ২৫, ২০১৯
news-image

জাহাঙ্গীর আলম ইমরুল:

ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন হল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী ও মুন্সিগঞ্জের মেঘনা সেতু।
আজ শনিবার বেলা সাড়ে ১১ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতু দু’টি উদ্বোধন করেন।

উদ্বোধন কালে কুমিল্লা জেলা প্রশাসক কার্য্যালয়ে উপস্থিত ছিলেন কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল অবঃ সুবিদ আলী ভূইয়া, সংরক্ষিত নারী সংসদ সদস্য আন্জুম সুলতানা সীমা, কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান অবসরপ্রপ্ত রিয়ার এডমিরাল মো: আবু তাহের, কেন্দ্রীয় কৃষকলীগের সহসভাপতি ও কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক আলহাজ ওমর ফারুক, সড়ক বিভাগের অতিরিক্ত সচিব হুমায়ূন কবির, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আজিজুর রহমানসহ জেলা প্রশাসক, কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাইজার মোহাম্মদ ফারাবীসহ পুলিশ প্রশাসন, সড়ক বিভাগের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বেলা পৌনে ১২টার দিকে প্রধা মন্ত্রীর সাথে ভিডিও কনফরেন্সের মাধ্যেমে কথা বলেন কুমিল্লার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আজিজুর রহমান এবং একজন স্কুল শিক্ষার্থীর সাথে।

আর পড়তে পারেন