বৃহস্পতিবার, ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় বঙ্গমাতার ৯২তম জন্মবার্ষিকী উদযাপন

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৯, ২০২২
news-image

 

ইসতিয়াক আহমেদঃ

কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সোমবার (৮ই আগস্ট) সকাল ১০টায় ঢাকার গণভবন প্রান্ত থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জম্নবার্ষিকী ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান, কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ (পিপিএম বার) কুমিল্লা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক কানিজ তাজিয়া সহ আরো অনেকে তাছাড়াও উক্ত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে মহিলা বিষয়ক আধিদপ্তরে আয়োজনে অস্বচ্ছল নারীদের সেলাই মেশিন বিতরণ ও নগদ অর্থ প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে জেলার ৩০ জনকে ২০০০ টাকা করে মোট ৬০০০০ টাকা নগদ অর্থ প্রদান করা হয় এবং কুমিল্লা সিটি করপোরেশনের মধ্যে ৩০ জনকে এবং বিভিন্ন উপজেলার ১২০ জন নারীকে মোট ১৫০ টি সেলাইমেশিন বিতরণ করা হয়।

আর পড়তে পারেন