শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদপুরে পুলিশ সদস্যসহ করোনায় নতুন আক্রান্ত আরও ৪৫ জন

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১, ২০২০
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

করোনা ভাইরাসে চাঁদপুরে আরও ৪৫ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চাঁদপুরে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ শতাধিক। বুধবার (১ জুলাই) পর্যন্ত চাঁদপুর জেলা জুড়ে মোট করোনা ভাইরাস শনাক্ত রোগী ৯১৯ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৩২৮ জন।

নতুন আক্রান্তদের মধ্যে শাহরাস্তিতে ১ জন, চাঁদপুর সদরে ২৩ জন, হাজীগঞ্জে ২ জন, মতলব দক্ষিণে ৫ জন, হাইমচরে ৩ জন (এদের মধ্যে পুলিশ সদস্য ও পরিবারবর্গ আছেন), মতলব উত্তরে ৩ জন, ফরিদগঞ্জে ৫ জন ও কচুয়ায় ৩ জন । আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৫৯ জন। বাকী ৫৩২ জন চিকিৎসাধীন।

জেলায় মৃত ৫৯ জনের মধ্যে- চাঁদপুর সদরে নতুন ২ জনসহ ১৭ জন, ফরিদগঞ্জে ৭ জন, হাজীগঞ্জে ১৬ জন, শাহরাস্তিতে ৪ জন, কচুয়ায় ৫ জন, মতলব উত্তরে ৮ জন ও মতলব দক্ষিণে ২ জন।

চাঁদপুর জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বুধবার (১ জুলাই) পর্যন্ত চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৯১৯ জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৩৫২, হাইমচরে ৭৩, মতলব উত্তরে ৬৮, মতলব দক্ষিণে ১০১, ফরিদগঞ্জে ৮৯, হাজীগঞ্জে ৯০, কচুয়ায় ৪৩, ও শাহরাস্তিতে ১০১ জন।

সিভিল সার্জন ডা: মোঃ সাখাওয়াত উল্লাহ বুধবার এক প্রেস নোটে জানান, চাঁদপুরে দিনের প্রাপ্ত নমুনা ১৭৫ টি। দিনের প্রাপ্ত রিপোর্ট ১৬৩টি। এর মধ্যে ৪৫টি পজেটিভ ও ১১৮টি নেগেটিভ। এ পর্যন্ত মোট প্রেরণকৃত নমুনার সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৬৭২। এর বিপরীতে রিপোর্ট এসেছে ৪ হাজার ২৬৭ টি। অপেক্ষমান রিপোর্ট ৪০৫ টি।

তিনি জানান, চাঁদপুর জেলায় এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৩৬৪ জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩৩৩ জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ৩২ জন। চিকিৎসাধীন ৫৩২ জনের মধ্যে হাসপাতালে ২৪ জন, ঢাকায় রেফার ৬ জন ও হোম আইসোলেশনে ৫০২ জন। জেলায় মোট হোমকোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ৬ হাজার ৯৩৭ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৪ হাজার ৫৮৩ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ২ হাজার ৩৫৪জন।

আর পড়তে পারেন