শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় বিএনপি নেতার বাড়ি-ঘর ভাংচুর, আহত-৩

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২৪, ২০১৮
news-image

মোঃ আলাউদ্দিন.
কুমিল্লার লাকসাম উপজেলার আজগরা ইউপির চড়বাড়ীয়া দক্ষিণ পাড়া গ্রামে গত শুক্রবার রাতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুস সালামের বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে।

এই বিষয়ে আজগরা ইউপির বিএনপির সাধারণ সম্পাদক আবদুস সালাম ও তার স্ত্রী কুলছুম বেগমসহ স্থায়ীরা জানান, শুক্রবার রাত ৮ টার সময় ইউপি চেয়ারম্যান রুহুল আমিনের নেতৃত্বে স্থায়ীয় ছাত্রলীগ নেতা জামসেদ, বিল্লাল, যুবলীগ নেতা সোহাগ, জসিম, ইউপি সদস্য আবুলসহ ৫০/৬০ জনের একটি গ্রুপ দেশীয় অস্ত্র-সস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে বাড়ি ঘর, আসবাব পত্র ভাংচুর করে নগদ ৩০ লক্ষ টাকা ও ২০ ভরি স্বর্ণ অলংকার লুট করে নিয়ে যায়।

এই সময় হামলাকারিদের বাধা দিলে তাদের হামলায় ৩ জন গুরুতর আহত হয়। আহতদের লাকসাম উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, নিজাম উদ্দিন, কুলছুম বেগম, হাসেম মেম্বার। এই ব্যাপারে গতকাল শনিবার অভিযুক্ত আজগরা ইউপি চেয়ারম্যান রুহুল আমিন ঘটনার বিষয়টি অস্বীকার করেন।

লাকসাম থানার (ওসি) মনোজ কুমার দে জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আর পড়তে পারেন