শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় বিনাধান- ২০ এর মাঠ দিবস

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ১৮, ২০১৯
news-image

 

আনোয়ার হোসাইনঃ

কুমিল্লায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত বিনাধান-২০ এর প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কুমিল্লা সদর দক্ষিন উপজেলার বিজয়পুর জেলাখানা বাড়িতে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিনা উপকেন্দ্র কুমিল্লার উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোসাঃ সিফাতে রাব্বানা খানম।

সদর দক্ষিণ উপজেলা কৃষকলীগ সভাপতি মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সদর দক্ষিণ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মহিউদ্দিন মজুমদার, বিনা উপকেন্দ্র কুমিল্লা বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ আব্দুর রাকিব, বিনা উপকেন্দ্র কুমিল্লার বৈজ্ঞানিক কর্মকর্তা তাহমিনা আক্তার। মাঠ দিবসে দুই শতাধীক কৃষক কৃষাণী অংশ নেয়।

বিনাধান-২০ আমন মৌসুমে চাষাবাদ উপযোগী একটি নতুন জাত। এত ২৬.৫ পিপিএম জিংক এবং ২০-৩০ পিপিএম আয়রন বিদ্যমান। এর জীবনকাল ১২৫-১৩০ দিন। আয়রন সমৃদ্ধ হওয়ায় চালের রং লালচে এবং চাল চিকন হয়। আমন মৌসুমে এ জাতটি ৫.৫ টন হেক্টও প্রতি ফলন দিতে সক্ষম। এটি পোকা ও রোগ সহনশীল জাত বিশেষ কওে বাদামী গাছ ফড়িং মধ্যম মাত্রায় প্রতিরোধী।

অনুষ্ঠানে বক্তারা বিনাধান-২০ এর চাষ ও ফলনের উপর কৃষকদের ধারণা দেন।

আর পড়তে পারেন