শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় বুধবারে করোনায় আক্রান্ত ৮৩ জন, সুস্থ্য হয়েছেন ৫৮  জন

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১৫, ২০২০
news-image

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা জেলায় বুধবার ২৪ ঘন্টায় নতুন করে আরো ৮৩ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এর মধ্যে কুমিল্লা শহরে সর্বোচ্চ ২৬ জন আক্রান্ত হয়েছে।

আজকের রিপোর্টে কুমিল্লায় একজনকে মৃত দেখানো হয়েছে। তিনি কুমিল্লার লাকসাম উপজেলার বাসিন্দা  । ফলে মৃত্যুর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১২৪ জনে।

এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তের মধ্যে জেলার সিটি করপোরেশনে ২৬ জন,  লাকসামে  ২ জন,  চৌদ্দগ্রামে  ১ জন,  দেবিদ্বারে  ১ জন,  হোমনায় ৮ জন,  বরুড়ায়  ৬ জন,  মনোহরগঞ্জ উপজেলায়  ২ জন,  তিতাসে ১০ জন,  দাউদকান্দিতে ৬ জন,  সদর দক্ষিণে  ৭ জন,  নাঙ্গলকোটে  ১৪ জন।

আজকের ৫৮ জনকে সুস্থ্য দেখানো হয়েছে।  লাকসামে  ১৪ জন,  সদর দক্ষিণে  ২ জন,  তিতাসে  ২ জন,  চান্দিনায়  ৮ জন,  হোমনায়  ১৬ জন,  মনোহরগঞ্জ  ১০ জন ও  বরুড়ায়  ৬ জন।

বিকেলে সাংবাদিকদের এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।

উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ৩৭৫ জন, মুরাদনগর ২৭২ জন, কুমিল্লা সিটি কর্পোরেশনে ১২৩৫ জন, লাকসামে ৩১৩ জন, চান্দিনায় ২২৫ জন, তিতাসে ১৩২ জন, দাউদকান্দিতে ১৬৫ জন, বরুড়ায় ১৮৫ জন, বুড়িচংয়ে ২১০ জন, মনোহরগঞ্জে ১৩৭ জন, ব্রাহ্মণপাড়ায় ৬৮ জন, নাঙ্গলকোটে ২৯১ জন, হোমনায় ৮৮ জন, কুমিল্লা সদর দক্ষিণে ১৫৯ জন, লালমাইয়ে ৮৫ জন, চৌদ্দগ্রামে ৪২৯ জন, আদর্শ সদরে ১৬৮ জন, মেঘনায় ৪৪ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ২২ হাজার ৫২৬ জন এবং রিপোর্ট পাওয়া গেছে ২২ হাজার ২৯৮ জনের। এর মধ্যে ৪৬৯৮ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনা এ যাবৎ মারা গেছে মোট ১২৪ জন এবং সুস্থ হয়েছে ২৬৫১ জন।

 

 

 

 

 

 

আর পড়তে পারেন