বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় বেসরকারি হাসপাতালগুলোেতে চিকিৎসার নামে গলা কাটা বাণিজ্য

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১২, ২০১৭
news-image

 

সেলিম সজীবঃ

হাসপাতাল আছে, যন্ত্রপাতি, ওষুধপথ্যের সরবরাহ যাচ্ছে নিয়মিত, আছে চিকিৎসক, নার্স, আয়াসহ কর্মকর্তা-কর্মচারী, শুধু নেই কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা। কুমিল্লা থেকে শুরু করে নিভৃত পল্লী পর্যন্ত সর্বত্রই অভিন্ন অবস্থা। চিকিৎসকের বদলে নার্স, ওয়ার্ডবয়, আয়াসহ দালালরা নানা কায়দা-কৌশলে অসহায় রোগীদের কাছ থেকে অবৈধ উপায়ে হাতিয়ে নিচ্ছে অর্থ। এসব দেখভালের যেন কেউ নেই। সরকারি স্বাস্থ্য-ব্যবস্থার অবহেলার সুযোগে প্রাইভেট ক্লিনিক ও চিকিৎসকের অযথা টেস্ট করানোর প্রবণতাকে পুঁজি করে কুমিল্লা জেলার মানুষদের প্রতিদিন চিকিৎসার নামে গলা কাটা হচ্ছে। প্রতিটি ক্ষেত্রেই চিকিৎসকের জন্য রয়েছে লোভনীয় কমিশন। সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নিয়ে অভিজাত হাসপাতালে ভর্তি করাতে পারলেই শতকরা ৪০ ভাগ ‘ভর্তি ফি’ সংশ্লিষ্ট চিকিৎসকের পকেটে ঢুকে যায়। তেমনি ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন শারীরিক পরীক্ষার নামে রোগী পাঠানোর বিনিময়ে চিকিৎসকরা পেয়ে থাকেন ৪০ থেকে ৭০ ভাগ পর্যন্ত কমিশন। এ কমিশন-বাণিজ্যের প্রভাবে চিকিৎসাব্যয় বহুগুণ বেড়ে যাচ্ছে। ‘যত টেস্ট তত কমিশন’—এ নীতিতেই চলছে চিকিৎসকদের বেপরোয়া টাকা কামানোর ধান্দাবাজি। যত বেশি ডায়াগনস্টিক পরীক্ষার প্রেসক্রিপশন দিতে পারবেন, ততই টাকা পাবেন তিনি। একইভাবে প্রাইভেট হাসপাতালে রোগী ভর্তি, নির্দিষ্ট ব্র্যান্ডের ওষুধ প্রেসক্রাইব, অপারেশন নিশ্চিত করা, প্রয়োজনে-অপ্রয়োজনে লাইফ সাপোর্টে পাঠানো, কেবিনে রোগী ধরে রাখাসহ লাশ হিসেবে হস্তান্তর পর্যায়ের নানা ধাপেই কমিশন লেনদেনের নজির রয়েছে কুমিল্লা বেসরকারি হাসপাতাল গুলোতে। চিকিৎসার সব ক্ষেত্রে বাড়তি বাণিজ্য : চিকিৎসার নামে নানা ছলে বলে কৌশলে রোগী ও তার স্বজনদের পকেট খালি করেও ক্লিনিক কর্তৃপক্ষ ক্ষান্ত হয় না। উপরন্তু রোগীকে বন্দী রেখে বা মৃত রোগীর লাশ জিম্মি করেও লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়। কুমিল্লায় হাসপাতাল-ক্লিনিকগুলোতেও এসব বর্বরতার নজির অহরহ দেখা যাচ্ছে। তথাকথিত স্পেশালাইজড হাসপাতালের নিজস্ব ফার্মেসি থেকেই রোগীদের বেশি মূল্যে ওষুধ কিনতে বাধ্য করা হয়। প্রতিটি ওষুধের প্যাকেটে লেখা খুচরা দামের চেয়ে শতকরা ২০ ভাগ বেশি দামে রোগীদের ওষুধ দিয়ে থাকে হাসপাতাল কর্তৃপক্ষ। নৈতিক অবক্ষয়ের চক্রে পড়ে একশ্রেণির চিকিৎসক গা ভাসিয়ে দিচ্ছেন কমিশনের জোয়ারে। তারা এখন সামান্য জ্বর, ঠাণ্ডা, কাশির জন্যও ডজন ডজন পরীক্ষা-নিরীক্ষার কথা লিখে দিচ্ছেন। প্রয়োজন থাকুক চাই না থাকুক, একগাদা শারীরিক পরীক্ষা-নিরীক্ষাসহ হাসপাতালে ভর্তি পর্যন্ত করিয়ে ছাড়ছেন তারা। সরকারি হাসপাতালের একশ্রেণির চিকিৎসকের সহায়তায় ডায়াগনস্টিক সেন্টার মালিকদের যথেচ্ছ টেস্ট-বাণিজ্য চলছে বছরের পর বছর। ডায়াগনস্টিক প্রতারণার শিকার হচ্ছেন মানুষজন। বারবার অভিযোগ তুলেও প্রতিকার মিলছে না। চিকিৎসকরা ডায়াগনস্টিক সেন্টারের সরবরাহকৃত স্লিপে টিক মার্ক দিয়ে দেন কোন কোন টেস্ট করাতে হবে। রোগী তার পছন্দমতো ডায়াগনস্টিক সেন্টারে সেই টেস্ট করালে চিকিৎসক সেই রিপোর্ট গ্রহণ করেন না। তিনি তার নির্ধারিত ডায়াগনস্টিক সেন্টার থেকে আবার একই টেস্ট করিয়ে আনতে চাপ দেন। ওই ডায়াগনস্টিক সেন্টার তাকে কমিশন দেয়। কমিশন নিশ্চিত হওয়ার পরই কেবল চিকিৎসা মেলে। পরীক্ষার ফি বাবদও আদায় করা হচ্ছে ইচ্ছেমাফিক টাকা-পয়সা। একই ধরনের প্যাথলজিক্যাল পরীক্ষার জন্য একেক প্রতিষ্ঠানে ধার্য আছে একেক ধরনের ফি। নিয়ম আছে রেট চার্ট নিজ নিজ প্রতিষ্ঠানের চোখে পড়ার মতো স্থানে লাগিয়ে রাখার। কেউ সে নিয়মের ধার ধারে না। বেশি টাকা দিয়ে টেস্ট করিয়েও সঠিক রোগ নির্ণয়ের নিশ্চয়তা পাচ্ছেন না ভুক্তভোগীরা। কথায় কথায় টেস্ট : কুমিল্লা বেসরকারি হাসপাতাগুলোতে সাধারণ রোগের জন্যও চিকিৎসকেরা বিভিন্ন টেস্ট দিয়ে রোগীদের পাঠাচ্ছেন ডায়াগনস্টিক সেন্টারে। সেখান থেকে তারা পান কমিশনের কাঁড়ি কাঁড়ি টাকা। নিজেদের আন্তর্জাতিক মানের চিকিৎসাপ্রতিষ্ঠান দাবি করে একশ্রেণির বেসরকারি হাসপাতাল রোগীদের থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। সেসব স্থানে রোগীদের রীতিমতো জিম্মি করেই ‘মুক্তিপণ’ স্টাইলে টাকা আদায় করা হয়ে থাকে। সাধারণ জ্বর বা পেটব্যথা নিয়ে কোনো রোগী হাজির হলেও কয়েক ডজন টেস্ট, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, প্রয়োজনে-অপ্রয়োজনে অপারেশন করাসহ জীবন বাঁচানোর পরিবর্তে উল্টো রোগীকে পাঠিয়ে দেওয়া হয় লাইফ সাপোর্টে। আর এর প্রতিটি ধাপেই চলে টাকা আদায়ের ধান্দা। টেস্টের নামে মাত্রাতিরিক্ত অর্থ আদায় এখন অতি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।

আর পড়তে পারেন