রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে ম্যাজিস্ট্রেট আসার খবরে কমলো পেঁয়াজের দাম

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ১২, ২০২৩
news-image

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দি পৌর বাজারে ভ্রাম্যমাণ আদালত নামতে দেখেই পেঁয়াজের কেজি অন্তত ৮০ টাকা কমিয়েছেন বিক্রেতারা। রান্নায় অন্যতম প্রয়োজনীয় এ উপাদানটি আগে তারা ১৯০-২০০ টাকায় বিক্রি করছিলেন।

মঙ্গলবার দুপুরে বাজারে বেশি দামে পেঁয়াজ বিক্রি এবং মূল্য তালিকা না থাকায় কয়েকজন ব্যবসায়ীকে জরিমানাও করা হয় বলে ভ্রাম্মমান আদালতের ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিয়াউর রহমান জানান।

এদিকে মেজিস্ট্রেট আসার খবরে পৌর বাজারের ভাই-ভাই বাণিজ্যালয়ে ক্রেতাদের উপচে পড়া ভীর ঠেলে সামনে গিয়ে দেখি ক্রেতারা পেঁয়াজ কিনছে কেজি প্রতি ১১০টাকা দরে।

কেজি প্রতি ১১০টাকায় পেঁয়াজ কিনে বেজায় খুশি ক্রেতারাও। কয়েকজন ক্রেতা জানান, গতকাল এবং আজ সকালেও কেজি প্রতি ২০০ টাকা দরে পেয়াজ বিক্রি হয়েছে। এখন ১১০ টাকা কেজি কিনেছি।

ভ্রাম্মমান আদালতের ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিয়াউর রহমান জানান, পৌরসভার বাজারে আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

এতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে মূল্যতালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করার দায়ে ৬টি দোকানকে মোট ৩৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।”

তিনি বলেন, কোনো সিন্ডিকেটের খবর পাওয়া মাত্রই তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া দোকানে সঠিক মূল্যতালিকা টানানোর জন্য নির্দেশনাও দেওয়া হয়েছে।

 

আর পড়তে পারেন