শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ১১, ২০২৩
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিনুল হাসানকে বদলীজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

রবিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দাউদকান্দি প্রেস ক্লাবের আয়োজনে সদ্য বিদায়ী ইউএনও মো: মহিনুল হাসানকে ক্রেস্ট প্রদানের মধ্য দিয়ে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

বিদায়ী ইউএনও মো: মহিনুল হাসান বলেন, চট্টগ্রামের প্রবেশদ্বার দাউদকান্দি উপজেলার প্রতিটি মানুষ ভালো থাকুক। আমার কর্মজীবনের সেরা সঞ্চয় আপনাদের ভালোবাসা। সরকারি চাকরিজীবী হিসেবে বদলিজনিত কারণে কোনো জেলায় বা উপজেলায় স্থায়ী হওয়ার সুযোগ নেই। উপজেলায় কর্মরত অবস্থায় সহকর্মী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও রাজনৈতিক নেতৃবৃন্দের অনেক রকমের সহায়তা আমি পেয়েছি। কাজ আদায় করার জন্য হয়তো কারও বিরাগভাজন হয়েছি। খোলা চোখে সব কিছু দেখা যায় না। চোখের আড়ালেও অনেক কিছু থাকে। তবে নিজের অজান্তেও যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, কারও প্রতি অন্যায় করে থাকি তাহলে আমি ক্ষমাপ্রার্থী। হাতিয়ার মানুষ খুব আন্তরিক। আমি কোনোদিন তাদের ভুলতে পারব না।
এখানকার মানুষের আন্তরিকতা ও ভালোবাসা আমার সারাজীবন মনে থাকবে।

দাউদকান্দি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন হাজারীর সঞ্চালনায় স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন, দাউদকান্দি প্রেস ক্লাব সভাপতি মো: হাবিবুর রহমান।

গণমাধ্যমকর্মীরা বলেন, এর আগের অনেকের বিরুদ্ধে অনেক অভিযোগ শুনলেও বিদায়ী ইউএনওর নামে বা উনার বিরুদ্ধে দাউদকান্দির একটা লোকও কোন কিছু বলতে শুনিনি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: জিয়াউর রহমান, দাউদকান্দি প্রেস ক্লাবের সহ-সভাপতি মো: হানিফ খান, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক আব্দুর রহমান ঢালী, কার্যনির্বাহী সদস্য মো: ওমর ফারুক মিয়াজী, হোসাইন মোহাম্মদ দিদার,
মো: ইব্রাহিম খলিল ও মো: মনির হোসেন।

এছাড়াও লিটন সরকার বাদল, কামরুল হক চৌধুরী, মো: শাহাবুদ্দিন ও সাদ্দাম হোসেন উপস্থিত ছিলেন।
মো: মহিনুল হাসান নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি হন।

আর পড়তে পারেন