রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে ভুয়া দুই ডাক্তারকে ৭০ হাজার টাকা জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২৯, ২০২৩
news-image

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে ডাক্তার না হয়েও ডাক্তার পরিচয়ে রোগী দেখতেন সোলায়মান ও কামাল হোসেন । এমন খবরে অভিযান চালিয়ে দুই ভুয়া ডাক্তারকে ২০হাজার ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় ইলিয়টগঞ্জ বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও ভ্রাম্মমান আদালতের ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান ।

ভ্রাম্মমান আদালতের ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান জানান, নুন্যতম এমবিএস বিডএস ডিগ্রী ছাড়া নামের আগে কেউ ডাক্তার লেখা আইনত অপরাধ। আর এমন অপরাধের অভিযোগে ইলিয়টগঞ্জ বাজারের সোলায়মান ও কামাল হোসেন নামে দুইজনকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর ভ্রাম্মমান আদলতের খবর পেয়ে তাদের মতো অন্যরা চেম্বার বন্ধ করে পালিয়ে গেছে। আমাদের এ অভিযান চলমান থাকবে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন, এসময় সাথে ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তৌহিদ আল হাসান ও থানা পুলিশের একটি দল।

আর পড়তে পারেন