রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বুডিচংয়ে ৫টি ইটভাটাকে ৪ লক্ষ টাকা জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১৩, ২০২৪
news-image

শাহ ইমরান:

কুমিল্লা বুডিচং উপজেলায় ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৫টি ইটভাটাকে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয় ও বুড়িচং উপজেলা প্রশাসন এর উদ্যোগে বুড়িচং উপজেলায় ইটভাটার বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত, ২০১৯) অনুসারে নিন্মোক্ত ইটভাটার বিরুদ্ধে জরিমানা ধার্য ও আদায় করা হয়।

এ সময় বুড়িচং মেসার্স এ গনি ব্রিকসকে ১ লক্ষ টাকা, মেসার্স এ আর বি ব্রিকসকে ৫০ হাজার টাকা, মেসার্স আজাদ কনস্ট্রাসটিং এন্ড ট্রেডিং ব্রিকসকে ৫০ হাজার টাকা, মেসার্স দীনা ট্রেডার্সকে ১ লক্ষ টাকা এবং মেসার্স হাজী আকবর আলী এন্ড সন্সকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন বুড়িচং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ ছামিউল ইসলাম এবং মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক চন্দন বিশ্বাস।

এ সময় সার্বিক সহযোগিতা প্রদান করেন বুড়িচং থানা পুলিশ।

আর পড়তে পারেন