বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় মঙ্গলবারে করোনায় আক্রান্ত ৬১ জন, মারা গেছেন ৩ জন

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ৭, ২০২০
news-image

 

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলায় আজ মঙ্গলবার ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৬  জনে।

আজকের রিপোর্টে ৩ জনের মৃত্যু দেখানো হয়েছে। ফলে মৃত্যুর সংখ্যা ১১১ জন হলো। আজকের মৃতরা হলেন হোমনার একজন, সিটি কর্পোরেশনে একজন ও নাঙ্গলকোটে একজন।

আজকের রিপোর্টে ১০৪  জনকে সুস্থ্য দেখানো হয়েছে। সুস্থ্যরা হলেন সিটি কর্পোরেশনের ৪৪  জন,   চান্দিনায় ৪ জন, মনোহরগঞ্জ  ১৩ জন,  দেবিদ্বারে  ২৫ জন,  নাঙ্গলকোটে  ১৩ জন ও
মুরাদনগরে  ৫ জন।

আজ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে- সিটি করপোরেশনে ১২ জন, আদর্শ সদরে ৩  জন, লাকসামে ৮  জন, বুড়িচংয়ে ১  জন, লালমাইয়ে ১ জন,   হোমনায় ৭ জন, দেবিদ্বারে ৮ জন, তিতাসে ২  জন,  চৌদ্দগ্রামে ৯ জন, বরুড়ায় ৪  জন , মুরাদনগরে  ২  জন ও  নাঙ্গলকোটে ৪ জন।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।

উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ৩৫৩ জন, মুরাদনগর ২৫৮ জন,কুমিল্লা সিটি কর্পোরেশনে ১০৭৭ জন, লাকসামে ২৪৮ জন, চান্দিনায় ২১০ জন, তিতাসে ১১১ জন, দাউদকান্দিতে ১৫৭ জন, বরুড়ায় ১৪৮ জন, বুড়িচংয়ে ১৯০ জন, মনোহরগঞ্জে ১১৭ জন, ব্রাহ্মণপাড়ায় ৫৯ জন, নাঙ্গলকোটে ২২২ জন, হোমনায় ১৬৮ জন, কুমিল্লা সদর দক্ষিণে ১৩১ জন, লালমাইয়ে ৬৭ জন, চৌদ্দগ্রামে ৩৬৪ জন, আদর্শ সদরে ১৫২ জন, মেঘনায় ৩৭ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ২০ হাজার ৬৮৮ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ২০  হাজার ৬৩ জনের। এর মধ্যে ৪ হাজার ৮৬  জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনায় এ যাবৎ মারা গেছে মোট ১১১  জন এবং সুস্থ হয়েছে মোট ১ হাজার ৯৩৮  জন।

 

 

 

 

 

আর পড়তে পারেন