বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বুড়িচং থানা পুলিশের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৭, ২০২১
news-image

মোঃ জামাল উদিন দুলালঃ

কুমিল্লা জেলার বুড়িচং থানা পুলিশের আয়োজনে রোববার ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়ন শীল দেশে উত্তরনে জাতী সংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

ঐতিহাসিক ৭মার্চ এর ভাষনের উপর বিস্তারিত আলোচনা করে বক্তারা বক্তব্য রাখেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ আখলাক হায়দার।

সভাপতিত্ব করেন বুড়িচং থানার ওসি মোঃ মোজাম্মেল হক পিপিএম এবং অনুষ্ঠান পরিচালনা করেন দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আজিজুল বারি নয়ন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বুড়িচং থানার ওসি (তদন্ত) মোহাম্মদ মাসুদ খাঁন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান খান, বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মোঃ মীর হোসেন মিঠু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা খানম মুন্নী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবদুল মান্নান, উপজেলা কৃষি কর্মকর্তা বানিন রায়, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রাসেল ছারোয়ার, একাডেমিক সুপার ভাইজার আরিফুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা মোঃ আবদুল আউয়াল, আবদুল করিম চেয়ারম্যান, আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম চেয়ারম্যান, আলহাজ্ব আব্দুর রহমান রব চেয়ারম্যান, মোঃ মোস্তফা কামাল চেয়ারম্যান, উপজেলা যুবলীগের প্রস্তাবিত সভাপতি হাজী মোঃ বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ বাছির খাঁন,উপজেলা ছাত্র লীগের প্রস্তাবিত সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক সুমন।

আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন বাচ্চু, ইসাক মেম্বার, নেতা ফারুক খান মেম্বার, মোঃ বাদল খা মেম্বার, সেলিম হোসেন মেম্বার, আবুল কাশেম মেম্বার, আক্তার হোসেন মেম্বার, জহিরুল হক মেম্বার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুমন ভূইয়া, যুগ্ম সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল, সাজেদুর রহমান সেলিম,উপজেলা ছাত্র লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ লেলিন পিপু , সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসান, কৃষক লীগের সভাপতি মোঃ হোসেন মাষ্টার, সাধারণ সম্পাদক হাসানুল জামান জুয়েল, প্রমুখ। এসময় উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বুড়িচং থানার এস আই বিনোদ দস্তগীর, এস আই মোঃ দেলোয়ার হোসেন, এ এস আই মোঃ আল আমিন,মোঃ লিটন ভূইয়া, মোঃ শামীম হোসেন সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার ও বুড়িচং থানার ওসি মোঃ মোজাম্মেল হক পিপিএম এবং ওসি তদন্ত মোহাম্মদ মাসুদ খাঁন কেক কেটে ঐতিহাসিক ৭ মার্চ আননৃদ উদযাপন করেন।

আর পড়তে পারেন