শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রাম থেকে উদ্ধার হওয়া মরদেহ ফেরত দিল বিএসএফ

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১৪, ২০২১
news-image

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার সীমান্ত এলাকা বাংলাদেশি যুবক বেলাল হোসেনের (৪০) মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় কুমিল্লা সীমান্তের চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়নের মতিয়াতলী সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ হস্তান্তর করা হয়।

এ সময় ভারতের বিলোনিয়ার রাঙ্গামুড়া বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর প্রমোজিৎ সিং, ভারতীয় পুলিশ ইন্সপেক্টর জয়নাল হোসাইন, কুমিল্লা ১০ বিজিবির আমানগন্ডা সীমান্ত ফাঁড়ির কমান্ডার সুবেদার জাহাঙ্গীর হোসেন ও চৌদ্দগ্রাম থানার উপ পরিদর্শক (এসআই) মো. রোকনুজ্জামান উপস্থিত ছিলেন।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার উপ পরিদর্শক (এসআই) মো. রোকনুজ্জামান বলেন, পতাকা বৈঠকের পর নিহত বেলাল হোসেনের মরদেহ বিজিবিকে বুঝিয়ে দেয়া হয়। পরে বিজিবির আমানগন্ডা সীমান্ত ফাঁড়ির কমান্ডার সুবেদার জাহাঙ্গীর হোসেন আমাদের মরদেহ বুঝিয়ে দেন। পুলিশ বেলালের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করে।

উল্লেখ্য যে, গত রোববার (১১ জুলাই) সকালে কুমিল্লার চৌদ্দগ্রামের বীরচন্দ্রনগর সীমান্ত এলাকা থেকে বাংলাদেশি যুবক বেলালের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে বিএসএফ। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার সন্ধ্যায় বিজিবিকে মরদেহ বুঝিয়ে দেয়া হয়। নিহত বেলাল হোসেন চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের মতিয়াতলী এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

আর পড়তে পারেন