শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় শুক্রবারে নতুন করো আরও ৪৯ জনের করোনা শনাক্ত

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১৪, ২০২০
news-image

 

নাছরিন আক্তার হীরাঃ

কুমিল্লা জেলায় শুক্রবারে নতুন করে আরও ৪৯ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ১৪১ জনে।

আজকের রিপোর্টে নতুন কোনো মৃত্যু দেখানো হয়নি। ফলে মৃত্যুর সংখ্যা ১৫৪ জন হলো।

এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তের মধ্যে জেলার সিটি করপোরেশনে ৩০ জন, মুরাদনগরে ১ জন, চান্দিনায় ১ জন, চৌদ্দগ্রামে ৩ জন, লাকসামে ৩ জন, বরুড়ায় ৮ জন ও বুড়িচংয়ে ৩ জন।

আজকের রিপোর্টে ১২ জনকে সুস্থ্য দেখানো হয়েছে। সুস্থ্যরা হলেন সিটি করপোরেশনের ১২ জন।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ২৮ হাজার ৫৮৫ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ২৭ হাজার ৬৫৩ জনের। এর মধ্যে ৬ হাজার ১৪১ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনা এ যাবৎ মারা গেছে মোট ১৫৪ জন এবং সুস্থ হয়েছে ৪ হাজার ৬৭২ জন।

আর পড়তে পারেন