শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় স্বাস্থ্যবিধি অমান্য করে অতি: যাত্রী পরিবহন: বিভিন্ন পরিবহন চালককে অর্থ জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
জুন ৯, ২০২০
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় যাত্রী পরিবহনে স্বাস্থ্য বিধি অমান্য করায় বিভিন্ন পরিবহন চালককে ১২ হাজার ৩ শত টাকা জরিমানা করা হয় । সেই সাথে এসব ঘটনায় ১০ টি মামলা দায়ের করা হয়।

মঙ্গলবার (৯ জুন) বেলা সাড়ে ১১ টায় পালপাড়া ব্রিজ এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট  ফাহিমা বিনতে আখতার এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট  ফাহিমা বিনতে আখতার জানান, স্বাস্থ্য বিধি না মেনে অতিরিক্ত যাত্রী পরিবহন করায়  ৬ টি সিএনজি চালিত অটোরিক্সা চালককে ৩০০ টাকা করে ১২০০ টাকা, ফারজানা ট্রান্সপোর্টের দুটি বাসের চালককে ৭০০০ টাকা এবং অতিরিক্ত ভাড়া নেওয়ার অপরাধে কুমিল্লা ট্রান্সপোর্টের একটি বাসের চালককে ৩০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও, বর্ণিত স্থানগুলোতে স্বাস্থ্যবিধি সম্পর্কে নির্দেশনা দেয়া হয়।

আর পড়তে পারেন