শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় ৩টি ফার্মেসিতে অবৈধ ওষুধ কেনা বেচার দায়ে জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১৩, ২০১৮
news-image

মো. আরিফুর রহমান মজুমদারঃ
কুমিল্লা নগরীর বিভিন্ন ফার্মেসিতে অবৈধ ওষুধ কেনা-বেচার দায়ে ৩ ফার্মেসিকে জরিমানা করেছেন কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ আফরোজ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার, কুমিল্লা জেলা ঔষধ তত্বাবধায়ক মোঃ হারুন-অর- রশিদসহ প্রশাসনের কর্মকর্তাগণের সমন্বয় গঠিত একটি শক্তশালী টিম অভিযান পরিচালনা করেন।

মেয়াদোত্তীর্ণ ও বিক্রি-নিষিদ্ধ ওষুধ কেনা-বেচার কারনে  সোমবার নগরীর ১৭ নং ওয়ার্ডের বখশি মেডিকেল হল, সাগর মেডিকেল হল ও ১৪ নং ওয়ার্ডের ২য় মুরাদপুরে সৌরভ ড্রাগস্ জরিমানা করা হয়েছে।

প্রতিদিনের মতো পরিচালিত যৌথ অভিযানে নগরীর বখশিয়া মেডিকেল হলে ১০ হাজার, সাগর মেডিকেল হলে ১০ হাজার টাকা, সৌরভ ড্রাগস্ এ ৮ হাজার টাকা জরিমানা করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নেতৃত্বে পুলিশের এর একটি টিম।

কুমিল্লা জেলা ঔষধ তত্বাবধায়ক মোঃ হারুন-অর- রশিদ জানান, প্রতিদিনের মতো আমাদের অভিযান চলবে। তিনটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও বিক্রি-নিষিদ্ধ ওষুধ কেনা-বেচার করা হচ্ছিল আমরা তাদেরকে জরিমানা করেছি।এবং প্রেসক্রিপশন ছাড়া যে ফার্মেসিতে ঔষধ বিক্রি করা হবে তাদের দোকান গুলো বন্ধ করে দেওয়া হবে।

আর পড়তে পারেন