বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় ৭৫ লাখ টাকা আত্মসাৎ, কৃষি ব্যাংক ক্যাশিয়ার গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১১, ২০১৭
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার তিতাস উপজেলায় গ্রাহকের বিদ্যুৎ বিলের ৭৫ লাখ টাকা আত্মসাতের মামলায় খন্দকার আবুল কালাম আজাদ নামে স্থানীয় কৃষি ব্যাংকের এক ক্যাশিয়ারকে গ্রেফতার করেছে কুমিল্লা দুদক।
শুক্রবার (৭ এপ্রিল) ভোররাতে জেলার বুড়িচং উপজেলার অলীপুর এলাকা থেকে কুমিল্লা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া খন্দকার আবুল কালাম আজাদ জেলার মুরাদনগর উপজেলার দড়ানীপাড়া গ্রামের মৃত. জয়নাল আবেদীনের পুত্র। তিনি তিতাস উপজেলার মাসিমপুর কৃষি ব্যাংক শাখার ক্যাশিয়ার ছিলেন।
কুমিল্লা দুদকের ডিডি আবুল কালাম আজাদ জানান, মাসিমপুর কৃষি ব্যাংক শাখার ক্যাশিয়ার খন্দকার আবুল কালাম আজাদ ওই এলাকার বিদ্যুৎ গ্রাহকদের ব্যাংকে জমাকৃত বিদ্যুৎ বিলের ৭৫ লাখ টাকা বিভিন্ন সময়ে আত্মসাৎ করেন। এ ব্যাপারে বিগত ২০১৬ সালের ৮ ডিসেম্বর তার বিরুদ্ধে তিতাস থানায় মামলা হয়। পরে তাকে ব্যাংক থেকে অস্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আর পড়তে পারেন