শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় ৯৯৯ এ ফোন, প্রতিবন্ধী ছেলেকে ফিরে পেলেন বাবা

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ১৮, ২০১৯
news-image

 

 

স্টাফ রিপোর্টার:

জাতীয় জরুরি সেবার মাধ্যমে কুমিল্লায় প্রতিবন্ধী এক কিশোরকে ফিরে পেয়েছেন তার বাবা।

 

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে রবিউল আলম (১৬) নামের ওই কিশোরকে তার পিতার কাছে বুঝিয়ে দিয়েছেন চৌদ্দগ্রাম থানা পুলিশ। রবিউল জেলার নাঙ্গলকোট উপজেলার মালনচর গ্রামের মজিবুল হক মিজানের ছেলে।

 

বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) ত্রিনাথ সাহা।

 

তিনি জানান, গত ১৭ ডিসেম্বর রাত ১০টা ৫০ মিনিটে জাতীয় জরুরি সেবায় ফোন আসে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম থানাধীন কেছকিমুড়া নামক স্থানে এক মানসিক প্রতিবন্ধী ছেলে ঘুরছে। এমন খবরের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহফুজের নির্দেশে থানা পুলিশের সদস্যরা ওই স্থান থেকে কিশোরকে উদ্ধার করে। উদ্ধারের পর থানায় এনে তাকে সার্বিক সেবা প্রদান করা হয়। পরবর্তীতে ছেলেটি তার নাম রবিউল ও বাড়ি কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার মালনচর গ্রামে বলে জানায়।

 

এই তথ্যের ভিত্তিতে নাঙ্গলকোট থানা পুলিশের সহায়তায় শিশুটির পরিবারকে খবর দেওয়া হয়। খবর পেয়ে বুধবার ছেলেটির পরিবার থানার ডিউটি অফিসার এসআই মো.আরিফ হোসেনের কাছ থেকে নিয়ে যায়। এর আগে সকাল ১১টার দিকে ওই প্রতিবন্ধী শিশুর পিতা থানায় এসে শনাক্ত করে।

আর পড়তে পারেন