শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা অঞ্চলের ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচী ২০১৯ এর উদ্বোধন

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২৩, ২০১৯
news-image

 

দেলোয়ার হোসাইন আকাইদ :

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম এনডিসি,পিএসপি বলেছেন, এক সময় আমরা জাতীয় পরিচয় পত্রের স্মার্ট কার্ড বিদেশ থেকে আমদানি করতাম।

এখন আমরা নিজেরাই প্রতিমাসে ৪০ থেকে ৪৫ লক্ষ কার্ড উৎপাদন করছি প্রতি মাসে। এটা আমাদের অর্জন। এখানে কোন বিদেশী জনবল বা বিদেশী সফটওয়্যার নাই। এটা সম্পূর্ন বাংলাদেশের মানুষের হাতে তৈরী। এই স্মার্ট কার্ড ২০২০ সালের জুলাই মাস থেকে কার্ড রপ্তানি করাও সম্ভব হবে।

আজ দুপুরে কুমিল্লা টাউন হল মিলনায়তনে কুমিল্লা অঞ্চলের ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচী ২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার আজিম উল আহসান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন।

প্রথম দফায় কুমিল্লা অঞ্চলের ৫৪টি উপজেলায় এ কার্যক্রম চলবে। আজ ২৩ এপ্রিল থেকে আগামী ১৫ মে পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। রেজিস্ট্রেশ কার্যক্রম শুরু হবে ১৬ই মে।

পরে টাউনহল মাঠে রঙ্গিন বেলুন ও পায়রা উড়িয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

আর পড়তে পারেন