বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা জেলা প্রশাসকের দ্রুত পদক্ষেপ, হাউজিং এস্টেটের আম দিঘী ভরাট বন্ধ

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ৯, ২০১৮
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার হাউজিং এস্টেট এলাকার ঐতিহ্যবাহি আমদীঘি পুকুর পরিদর্শন করেন কুমিল্লা জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর। এ পুকুরের অবৈধ ভরাট প্রক্রিয়া বন্ধ করেন জেলা প্রশাসক ।

সোমবার (৯ জুলাই) দুপুরে কুমিল্লা হাউজিং এস্টেট এ আম দিঘী ভরাট বন্ধের পর সোমবার দুপুরে তা পরিদর্শনে যান জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ আসাদুজ্জামান ও পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সামছুল আলমসহ সংস্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য যে, ঐতিহ্যবাহি এ পুকুরটি স্থানীয় ভূমিদস্যুরা ভরাট করতেছিল। জেলা প্রশাসক এ বিষয়টি অবহিত হয়ে দ্রুত পদক্ষেপ নিয়ে পুকুরটি ভরাট পক্রিয়া বন্ধ করান। জেলা প্রশাসকের এমন সফল উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা ।

আর পড়তে পারেন