শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা নগরীতে অস্ত্রসহ ১১ ছিনতাইকারী আটক

আজকের কুমিল্লা ডট কম :
মে ১৯, ২০১৮
news-image

 

সেলিম সজীবঃ

কুমিল্লায় রমজান মাসে আসন্ন ঈদ- উল ফিতরকে সামনে রেখে নগরবাসীর নিরাপত্তার সার্থে বিশেষ অভিযান চালিয়ে ১১ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

শনিবার দিনব্যাপী নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ এসকল ছিনতাইকারীকে আটক করে।

কুমিল্লা কোতোয়ালী মডেল থানা সূত্রে জানা যায়, আসন্ন ঈদকে সামনে রেখে নগরীতে ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে বিশেষ অভিযান চালায় পুলিশ। শুক্রবার মধ্যরাত থেকে শনিবার বিকেল পর্যন্ত নগরীর বালুতুপা, পালপাড়াসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১ ছিনতাইকারীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- সৈকত পাটোয়ারি, এমদাদ, সাহিদ মিয়া, শাহনাজ হোসেন রাফি, কামরুল, রমিজ মিয়া, আজাদ খান, হাবিব, রুবেল, আতিকুর রহমান ও নূরে আলম। এ সময় তাদের কাছ থেকে দেশিয় অস্ত্র উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। এছাড়াও তাদের নামে একাধিক মামলা রয়েছে বলেও কোতোয়ালী পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

১১ ছিনতাইকারী আটকের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু সালাম মিয়া জানান, নগরবাসীর নিরাপত্তার স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

রমজান ও ঈদকে ঘিরে জনসাধারণকে নিরাপত্তা দেয়ার জন্য পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেনের নির্দেশে পুলিশ সর্বদা মাঠে রয়েছে বলেও জানান তিনি।

আর পড়তে পারেন