শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা নগরীতে বেশি দামে চাল বিক্রি ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় ৩ দোকানদারকে জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২১, ২০২২
news-image

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার চকবাজারের তিন টি প্রতিষ্ঠানকে ৬৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার সকালে এই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক আছাদুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন।

ভোক্তা অধিকার জানায়, কুমিল্লার চকবাজারে মেসার্স শচীন্দ্র চন্দ্র সাহা নামে একটি প্রতিষ্ঠানের অল্প দামে কিনে বেশি দামে চাউল বিক্রি করা হচ্ছিলো। এসময় প্রতিষ্ঠানটির মালিকের কাছে চাউল কেনার রশিদ দেখাতে চাইলে তিনি তা দেখাতে পারেন নি। যে কারণে ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই বাজারে মেসার্স হিরন চন্দ্র সাহা নামে আরো এক প্রতিষ্ঠানও চালের ক্রয়মূল্যেও রশিদ না দেখাতে পারায় তাদেরকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে নগরীর পুলিশ লাইন্সে নিউ লাইফ বেকারি নামে একটি প্রতিষ্ঠানে শরবত বানানোর মেয়াদোত্তীর্ণ পাউডার পাওয়া যাওয়ায় ওই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক আছাদুল ইসলাম বলেন, ক্রেতাদের ঠকিয়ে অতিরিক্ত মুনাফা লুটে নিতে যারা এ ধরনের বাণিজ্যিক অনৈতিক কার্যক্রম করবেন তাদের বিরুদ্ধে ভোক্তা অধিকারের অভিযান চলমান থাকবে।

আর পড়তে পারেন